সংক্ষেপে ১৯৫৬ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

অথবা, ১৯৫৬ সালের সংবিধানের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা :
১৯৫৬ সালে প্রণীত সংবিধানটি ছিল পাকিস্তানের প্রথম সংবিধান। এ সংবিধানে ৬টি তফসিল ১৩টি অনুচ্ছেদ ও ২৩৪টি ধারা ছিল। সংবিধানের প্রস্তাবনায় সামগ্রিক সংবিধান সম্পর্কে একটি ধারণা প্রদান করা হয়েছিল। বিশ্লেষকদের মতে এ সংবিধানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া।
১৯৫৬ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ : নিচে ১৯৫৬ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করা হলো :
১. ইসলামি প্রজাতন্ত্র : ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তানকে একটি ইসলামি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেওয়া হয়। এখানে
আরো উল্লেখ করা হয় রাষ্ট্রের প্রচলিত কোনো আইন যদি কুরআন ও সুন্নাহ বিরোধী হয় তাহলে সে আইন বাতিল করা হবে ।
২. যুক্তরাষ্ট্র : ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তানকে একটি যুক্তরাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় যার একটি কেন্দ্রীয় সরকার ও একটি প্রাদেশিক সরকার থাকবে। এখানে আরো ঘোষণা করা হয় যে, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা আইনানুসারে বণ্টন করা হবে।
৩. সংসদীয় সরকার : দুই পাকিস্তানের জনগণের দাবির মুখে এ সংবিধানে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা উল্লেখ করা হয়। যার সরকার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হবেন নিয়মতান্ত্রিক প্রধান।
৪. এককক্ষ বিশিষ্ট আইনসভা : যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আবশ্যক। ১৯৫৬ সালের সংবিধানে এ সত্যকে অস্বীকার করে পাকিস্তানের পার্লামেন্টকে এককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হিসেবে ঘোষণা করা হয়।
৫. রাষ্ট্রভাষা : ১৯৫৬ সালের সংবিধানে বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। ১৯৫২ সালে পূর্ব বাংলায় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এ সংবিধানের ২১৬নং ধারায় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় ।
৬. প্রাদেশিক স্বায়ত্তশাসন : ১৯৫৬ সালে বাংলা, পাঞ্জাবসহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশকে স্বায়ত্তশাসন দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করা হয়। সংবিধানে প্রাদেশিক সরকারের কার্যাবলিও নির্ধারণ করা হয়েছিল ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, দীর্ঘদিনের দাবির মুখে ১৯৫৬ সালে প্রথম সংবিধান প্রণয়ন করা হয়। যদিও এ সংবিধানে নানা ধরনের অস্পষ্টতা বিদ্যমান ছিল তথাপি পাকিস্তানের প্রথম সংবিধান হিসেবে এর
গুরুত্ব ছিল অপরিসীম।