সংক্ষেপে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস উল্লেখ কর।

উত্তর৷ ভূমিকা : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবের ইতিহাস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী ও সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরিচিতি : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মূলত বৈষম্য ও অবিচার থেকে মুক্তির সংগ্রাম। নিচে তা আলোচিত হলো :
পূর্ব বাংলার জনগণ দীর্ঘদিন ধরে জাতীয় মুক্তি তথা অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একের পর এক আন্দোলন গড়ে তোলে। পাকিস্তান সৃষ্টির পর থেকে পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর স্বৈরাচারী শাসন শুরু করে এবং বৈষম্যমূলক নীতি গ্রহণ করেন। শুরু থেকে পূর্ব বাংলার সংস্কৃতি, ভাষা ধ্বংস করার চক্রান্ত শুরু করে ক্ষমতাসীন মুসলিম
লীগ। অর্থনৈতিক শোষণ ও বৈষম্যমূলক নীতি গ্রহণ করে পশ্চিম পাকিস্তানে সম্পদ গড়ে তোলে। রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত পূর্ববাংলার জনগণ সামরিক দিক দিয়ে ছিল সম্পূর্ণ অরক্ষিত। গণতান্ত্রিক মূল্যবোধ মোটেই ছিল না পাকিস্তানের শাসকগোষ্ঠীর। এর ফলে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী শোষণ, দমন ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতা পরিচালনা করে। এরই বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ আন্দোলন শুরু করে, এর দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামে লিপ্ত হয়। ভাষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, ছয়দফা দাবি, আগরতলা মামলা, গণঅভ্যুত্থান এবং ৭০ এর নির্বাচনে সবক্ষেত্রে বাঙালির অধিকার ও দাবি প্রতিষ্ঠায় বাঙালি দৃঢ় প্রতিজ্ঞ হয়। বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। অবশেষে অসহযোগ আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উদ্ভব ঘটে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, দীর্ঘদিনের অবিচার, অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে বাঙালি জাতি প্রতিবাদী হয়ে ওঠে এবং অধিকার প্রতিষ্ঠায় গণআন্দোলন শুরু করে। অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ জন্মলাভ করে।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82-2/