ষষ্ঠ অধ্যায়, আল্লামা ইকবাল

ক-বিভাগ

আল্লামা ইকবাল কে ছিলেন?
উত্তর : আল্লামা ইকবাল ছিলেন একজন কবি এবং মুসলিম দার্শনিক।
আল্লামা ইকবাল জন্মগ্রহণ করেন কোথায়?
উত্তর : আল্লামা ইকবাল পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোট শহরে জন্মগ্রহণ করেন।
আল্লামা ইকবাল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : আল্লামা ইকবাল ১৮৭৩ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
আল্লামা ইকবালের পূর্বপুরুষ কী ছিল?
উত্তর : আল্লামা ইকবালের পূর্বপুরুষ কাশ্মীরি ব্রাহ্মণ ছিলেন।
আল্লামা ইকবালের পূর্বপুরুষ কখন ইসলাম গ্রহণ করেন?
উত্তর : আল্লামা ইকবালের পূর্বপুরুষ অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইকবাল এফ.এ পাশ করেন কবে?
উত্তর : ইকবাল এফ.এ পাশ করেন ১৮৯৫ সালে।
·ইকবাল বি.এ পাশ করেন কত সালে?
উত্তর : ইকবাল বি.এ পাশ করেন ১৮৯৭ সালে।
কোন পরীক্ষায় পশের জন্য ইকবাল স্বর্ণপদক লাভ করেন?
উত্তর : বি.এ পরীক্ষায় পাশের জন্য ইকবাল স্বর্ণপদক প্রাপ্ত হন।
ইকবালের পিতার নাম কী?
উত্তর : ইকবালের পিতার নাম নূর মোহাম্মদ।
ইকবালের পিতা কী ছিলেন?
উত্তর : ইকবালের পিতা ছিলেন একজন ধর্মপ্রাণ সূফি।
ইকবাল লন্ডনে গমন করেন কত সালে?
উত্তর : ইকবাল লন্ডনে গমন করেন ১৯০৫ সালে।
ইকবাল কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করেন?
উত্তর : ইকবাল লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করেন।
ইকবাল পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন কোথা থেকে?
উত্তর : ইকবাল পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন জার্মানির মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে।
কোন দর্শনের উপর নিবন্ধন লিখে ইকবাল পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন?
উত্তর : পারস্য দর্শনের উপর নিবন্ধন লিখে ইকবাল পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন।
ইকবালের লিখিত নিবন্ধনের নাম কী ছিল?
উত্তর : তাঁর নিবন্ধনের নাম ছিল “Development of Metaphysics in Persia.”
পি.এইচ.ডি লাভকালে ইকবাল ইসলামের উপর কয়টি বক্তৃতা প্রদান করেন?
উত্তর : পি.এইচ.ডি ডিগ্রি লাভকালে ইকবাল ইসলাম ধর্মের উপর ছয়টি বক্তৃতা প্রদান করেন।
কোন পেশার মাধ্যমে ইকবালের কর্মজীবন শুরু হয়?
উত্তর : ইতিহাস ও দর্শনশাস্ত্রের অধ্যাপনার মধ্য দিয়ে ইকবালের কর্মজীবন শুরু হয়।
ইকবাল প্রথম কোন কলেজের অধ্যাপক নিযুক্ত হন?
উত্তর : ইকবাল প্রথম লাহোর ওরিয়েন্টাল কলেজের অধ্যাপক নিযুক্ত হন।
ইসলাম সম্পর্কিত ছয়টি বক্তৃতার উপর ভিত্তি করে ইকবালের যে গ্রন্থ প্রকাশিত হয় সেটির নাম কী?
উত্তর : সেটির নাম হচ্ছে- ‘ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন সম্পর্কে ছয়টি ভাষণ’।
কোন গ্রন্থে ইকবাল ইসলাম সম্পর্কে তাঁর মতবাদ ব্যক্ত করেছেন?
উত্তর : ‘ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন সম্পর্কে ছয়টি ভাষণ’-গ্রন্থে ইকবাল ইসলাম সম্পর্কে তাঁর মতবাদ ব্যক্ত করেছেন।
কিসের মাধ্যমে ইকবাল মুসলিম জাতিকে নবজাগরণের পথ দেখান?
উত্তর : দার্শনিক চিন্তাধারার মাধ্যমে ইকবাল উপমহাদেশের মুসলিম জাতিকে নবজাগরণের পথ দেখান।
ইকবাল মুসলিম জাতিকে কী বিষয়ে উপদেশ দেন?
উত্তর : ইকবাল মুসলিম জাতিকে দৈনন্দিন জীবনে বাস্তবমুখী ও সক্রিয় হওয়ার উপদেশ দেন।
ইকবাল কোন বিষয়ের উপর ডক্টরেট ডিগ্রী লাভ করেন?
উত্তর : “Development of Metaphysics in Persia” শীর্ষক অভিসন্দর্ভ Thesis এর উপর ইকবাল ডক্টরেট ডিগ্রি লাভ করেন ।
ইকবালের দর্শনের মূল বিষয় কী ছিল?
উত্তর : ইকবালের দর্শনের মূল বিষয় ছিল Pan-Islamism তথা বিশ্ব-ইসলামবাদ।
ইকবাল কিসের সাথে ইসলামের সমন্বয় করেন?
উত্তর : ইকবাল দর্শনের সাথে ইসলামের সমন্বয়সাধন করেন।
ইকবাল কোন দৃষ্টিকোণ থেকে ইসলাম প্রচার করেন?
উত্তর : ইকবাল আধুনিক চিন্তাধারার দৃষ্টিকোণ থেকে ইসলাম প্রচার করেন।
ইকবাল মুসলমানদেরকে কিসের প্রতি অনুপ্রাণিত করেন?
উত্তর : ইকবাল মুসলমানদেরকে কর্মতৎপর জীবনের প্রতি অনুপ্রাণিত করেন।
ইকবাল কোন আদর্শের সমাজবাদ প্রচার করেন?
উত্তর : ইকবাল ইসলামি আদর্শের উপর প্রতিষ্ঠিত সমাজবাদ প্রচার করেন।
ইকবালের লক্ষ্য কী ছিল?
উত্তর : ইকবালের লক্ষ্য ছিল মানুষের ব্যক্তিত্বের বিকাশ সাধনে ইসলামি আদর্শের সমাজ গঠন।
ইকবাল ব্যক্তির বিকাশ সাধনে ইসলামি আদর্শের সমাজ গঠনের প্রেরণা লাভ করেন কোথা থেকে?
উত্তর : পবিত্র কুরআন, হাদিস ও জালালউদ্দিন রুমির দর্শন এবং উইলিয়াম জেমস, নীট্‌শে, বার্গস ও অন্যান্যদের
দর্শন থেকে ইকবাল মানুষের ব্যক্তিত্বের বিকাশ সাধনে ইসলামি আদর্শের সমাজ গঠনের প্রেরণা লাভ করেন।
ইকবাল কোন জাতীয়তাবাদের বিরোধী ছিলেন?
উত্তর : ইকবাল জাতীয় ও ভৌগোলিক জাতীয়তাবাদের বিরোধী ছিলেন।
ইকবাল কোন জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেন?
উত্তর : ইকবাল বিশ্ব জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেন।
ইকবালের জীবনের আর একটি লক্ষ্য কী ছিল?
উত্তর : প্রকৃতির রহস্য উন্মোচন ও এর নিয়ম বিধি আবিষ্কার করা ছিল ইকবালের জীবনের আর একটি লক্ষ্য।
ইকবাল কোন জিনিসকে মানুষের সেবায় নিয়োজিত করার চেষ্টা চালান?
উত্তর : ইকবাল প্রাকৃতিক সম্পদকে মানুষের সেবায় নিয়োজিত করার চেষ্টা চালান।
ইকবালের দার্শনিক বৈশিষ্ট্য কী?
উত্তর : ইকবাল ছিলেন একজন রহস্যবাদী দার্শনিক।
ইকবালের মতে, জ্ঞানের প্রধান উৎস কী?
উত্তর : ইকবাল স্বজ্ঞাকে জ্ঞানের প্রধান উৎস বলে মনে করতেন।
ইকবালের দার্শনিক চিন্তার উৎস ছিল কী কী?
উত্তর : ইকবালের দার্শনিক চিন্তার উৎস ছিল কুরআন, হাদীস ও জালালউদ্দিন রুমির দর্শন এবং উইলিয়াম জেমস,
নীটশে, বার্গস ও ম্যাকটেগার্ট।
ইকবালের দুটি কাব্যগ্রন্থের নাম লিখ।
উত্তর : ১. আসরারে খুদী, ২. রুমুজ-ই-বিখুদী।
আসরারে খুদী ও রুমুজ-ই-বিখুদী গ্রন্থদ্বয়ের আলোচ্যবিষয় কী?
উত্তর : এ গ্রন্থদ্বয়ের আলোচ্যবিষয় হচ্ছে মানুষের ব্যক্তিত্ব, স্বাতন্ত্র্য ও স্বাধীনতার জয়গান।
ফারসি ভাষায় রচিত ইকবালের কাব্যগ্রন্থ কী কী?
উত্তর : পয়াম-ই-মাশরিক, জবর-ই-আযম, জাবিদনামা ইত্যাদি ফারসি ভাষায় রচিত ইকবালের কাব্যগ্রন্থ।
উর্দু ভাষায় রচিত ইকবালের কাব্যগ্রন্থ কী কী?
উত্তর : বাল-ই-জিব্রাইল, জাবর-ই-তালিম ইকবালের উর্দু ভাষায় রচিত কাব্যগ্রন্থ।
১৯২৮-২৯ সালে মাদ্রাজে প্রদত্ত ছয়টি ভাষণের উপর ভিত্তি করে ইকবালের কোন গ্রন্থখানি প্রকাশিত হয়?
উত্তর : “The Reconstruction of Religious Thought in Islam” গ্রন্থখানি মাদ্রাজে প্রদত্ত ছয়টি ভাষণের
‘উপর ভিত্তি করে প্রকাশিত হয়।
ইকবালের দর্শন বিকাশের স্তর ছিল কয়টি?
উত্তর : ইকবালের দর্শন বিকাশের স্তর ছিল দুটি।
ইকবালের দর্শন বিকাশের স্তর দুটি কী কী?
উত্তর : ১. স্বজ্ঞা-পূর্ব স্তর, ২. স্বজ্ঞা স্তর।
ইকবালের দর্শনের স্বজ্ঞা-পূর্ব স্তর কোনটি?
উত্তর : পাশ্চাত্য শিক্ষা অর্জনের পূর্ববর্তী সময়ই হচ্ছে ইকবালের দর্শনের স্বজ্ঞা-পূর্ব স্তর।
ইকবালের দর্শনের স্বজ্ঞা স্তর কোনটি?
উত্তর : পাশ্চাত্য শিক্ষা সমাপ্তির পরবর্তী স্তরই হচ্ছে ইকবালের দর্শনের স্বজ্ঞা স্তর।
ইকবালের দর্শনের মৌলিক ধারণা কয়টি?
উত্তর : ইকবালের দর্শনের মৌলিক ধারণা চারটি।
ইকবালের দর্শনের মৌলিক ধারণা কী কী?
উত্তর : ১. স্বজ্ঞা, ২. আত্মা, ৩. জগৎ, ৪. আল্লাহ।
ইকবাল কোন দর্শন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন?
উত্তর : ইকবাল আধুনিক দর্শন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।
আধুনিক দর্শনের মধ্যে ইকবাল কিসের সন্ধান পেয়েছিলেন?
উত্তর : আধুনিক দর্শনের মধ্যে ইকবাল ইসলামের অভিজ্ঞতা কেন্দ্রিক ভাবের সন্ধান পেয়েছিলেন।
ইকবাল কোন দর্শনের বিরোধী ছিলেন?
উত্তর : ইকবাল অনুধ্যানপরায়ণ গ্রিক দর্শনের বিরোধী ছিলেন।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥ আল্লামা ইকবালের পরিচয় দাও।
প্রশ্ন।২।ইকবালের স্বজ্ঞাবাদ সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন।৩।খুদি তত্ত্ব কী?
প্রশ্ন॥৪॥মুসলিম দর্শনে আল্লামা ইকবালের অবদান কী?
প্রশ্ন।৫।ইকবালের স্বজ্ঞাবাদ মরমি অভিজ্ঞতার বৈশিষ্ট্য কী?
প্রশ্ন।৬।ইকবালের মতে ব্যক্তিত্ব বিকাশের শর্ত কী?
প্রশ্ন॥৭॥জগৎ সম্পর্কে আল্লামা ইকবালের বক্তব্য সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন॥৮॥আল্লামা ইকবালের জগৎ সম্পর্কিত উদ্দেশ্যবাদী ব্যাখ্যাটি কী?
প্রশ্ন।৯।ইকবালের খুদিতত্ত্বের আলোকে আল্লাহর ধারণা সংক্ষেপে ব্যাখ্যা কর।
প্রশ্ন।১০।ইকবালের মতে খুদিকে জানার উপায় কী?
প্রশ্ন৷১১৷ইকবালের শিক্ষা দর্শন কী?

গ-বিভাগ

প্রশ্ন।১।আল্লামা ইকবালের স্বজ্ঞাবাদ আলোচনা কর।
প্রশ্ন।২।ইকবালের শিক্ষাদর্শন বা সমাজনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
প্রশ্ন।৩।আল্লামা ইকবালের জগৎ সম্পর্কিত মতবাদ ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৪॥সমসাময়িক মুসলিম দর্শনে ইকবালের অবদান আলোচনা কর।
প্রশ্ন।৫।আল্লমা ইকবালের খুদীতত্ত্ব আলোচনা কর।