শহরে এত এত লোক কি সব অন্ধ? বিচিত্র এই শহর।”- ব্যাখ্যা কর।

উৎস : ব্যাখ্যেয় গদ্যাংশটুকু প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ বিরচিত ‘নয়নচারা’ শীর্ষক ছোটগল্প থেকে চয়ন করা হয়েছে।
প্রসঙ্গ : শহরের মানুষের মধ্যে আমু কুকুরের স্বভাব লক্ষ্য করে উল্লিখিত ভাবনা ভেবেছে।
বিশ্লেষণ : ময়ূরাক্ষী নদীর তীরে নয়নচারা একটি গ্রাম। এ গ্রামে বাস করতো আমু । যেহেতু বাংলাদেশটা প্রাকৃতিক দুর্যোগের অবারিত লীলাভূমি সেহেতু প্রায় প্রতিবছরই এদেশে বন্যা হয়ে থাকে। এবারের বন্যায় নয়নচারা গ্রামের মানুষেরা ছিন্নমূল উদ্বাস্তুতে পরিণত হয়েছে। গ্রাম ছেড়ে তারা চলে এসেছে শহরে। এখানে এসে রাস্তার ফুটপাতে অন্যান্যদের সাথে আস্তানা গেড়েছে আমু। এর আগে শহর সম্পর্কে আমুর কোন ধারণাই ছিল না। এবার শহরে এসে সে হতবাক হয়ে গিয়েছে। সারাদিন রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, মানুষের বাড়ির দরজায় দরজায় ঘুরে ঘুরে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছে আমু। শহরের মানুষের মধ্যে প্রাণ নেই। এরা নিষ্ঠুর, নির্দয় ও নির্মম হৃদয়ের অধিকারী। এদের চোখে কুকুরের বৈরিতা দেখে আমু বিস্মিত হয়। একদিন সন্ধ্যায় আমু তার আস্তানায় এসে
এসব কথা ভাবছিল । হঠাৎ রাস্তার ওধারে কোলাহল শোনা গেল। আমুর মনে হলো কুকুরে কুকুরে কামড়াকামড়ি লেগেছে। ক্ষুধার্ত পেটে এ কোলাহল তার ভালো লাগল না। সে দূর দূর বলে চেঁচিয়ে উঠল। কিন্তু এরপর সে ভালো করে চেয়ে দেখল ওরা কুকুর নয়, মানুষ। নিজের ভুল বুঝতে পেরে আমু লজ্জিত হলো।
মন্তব্য : শহরের মানুষগুলোর স্বভাব কুকুরের মতো। সামান্য স্বার্থের হানি হলে এরা কুকুরের মতোই কামড়াকামড়ি, চেঁচামেচি শুরু করে

https://topsuggestionbd.com/%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%b8%e0%a7%88%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a6-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/