উত্তর : লিলিয়ার সমীকরণ D = 10-2P থেকে চাহিদা রেখা অঙ্কন করার পূর্বে একটি সূচি তৈরী করতে হবে।
এখানে,
D = চাহিদার পরিমাণ।
10 = ছেদক
-2= ঢাল
Pদাম।
দাম , P= 1 টাকা হলে D = 10-2(1) = ৪ একক।
দাম, P=2 টাকা হলে D = 10-2(2) = 6 একক।
দাম, P=3 টাকা হলে D = 10-2(3) = 4 একক।
দাম, P=4 টাকা হলে D = 10-2(4)= 2 একক।
এভাবে বিভিন্ন দামে উপরোক্ত অপেক্ষকের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন চাহিদার পরিমাণের উপর ভিত্তি করে একটি
চাহিদাসূচী প্রণয়ন করা হলোঃ
চাহিদা রেখা অঙ্কনঃ নিম্নে চাহিদা রেখা অঙ্কন করা হলো: নিম্নের চিত্রে OX অক্ষে চাহিদার পরিমাণ ও OY অক্ষে দাম নির্দেশ করা হল।
OX অক্ষে চাহিদার পরিমাণ 2, 4, 6, 8 এবং OY অক্ষে দাম 1, 2, 3, 4 চিহ্নিত করি। দাম যখন। টাকা চাহিদা তখন ৪ একক এবং এদের মিলিত বিন্দু হল এ দাম যখন 2 টাকা চাহিদা তখন ও একক এবং এদের মিলিত বিন্দু হল দাম যখন ও টাকা চাহিদা তখন 4 একক এবং এদের মিলিত বিন্দু হল ৮ দাম যখন 4 টাকা চাহিদা তখন 2 একক এবং এদের মিলিত বিন্দু হল এ দাম ও চাহিদা নির্দেশক বিন্দুগুলো হল a, b, c o d। এখন। ৫৫৫ বিন্দুসমূহ যোগ করলে যে DD’ রেখা পাওয়া যায়, তাই চাহিদা রেখা।