যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে শারীরিক এবং মানসিক ও যৌবনের পরিচয় দাও।

উত্তর : দেহের যৌবনের সাথে মনের যৌবনের আবির্ভাব ঘটে। প্রমথ চৌধুরী সাহিত্যে মানসিক যৌবন প্রতিষ্ঠার কথাই বলেছেন। তাঁর মতে যৌবন দুই প্রকার। যথা : ক. শারীরিক, খ. মানসিক। দেহ মনের অবিচ্ছেদ্য সম্বন্ধের উপর মানবজীবন প্রতিষ্ঠিত হলেও দেহমনের পার্থক্যের স্বতন্ত্র পরেই আমাদের চিন্তারাজ্য প্রতিষ্ঠিত। দেহের যৌবনের সাথে মনের যৌবনের যোগাযোগ থাকলেও দৈহিক যৌবন এবং মানসিক যৌবন স্বতন্ত্র। শারীরিক যৌবন সময়ের ব্যবধানে নিঃশেষ হয়ে যায়। কিন্তু মানসিক যৌবন শেষ হয় না। মানসিক যৌবন অমর অবিনাশ। মানসিক যৌবন এক সমাজ থেকে অন্য সমাজে, এক সাহিত্য থেকে অন্য সাহিত্যে স্থানান্তর করা সম্ভব। প্রাবন্ধিক এই মানসিক যৌবনকেই সাহিত্যে প্রতিষ্ঠা করতে চান।

https://topsuggestionbd.com/%e0%a6%af%e0%a7%8c%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%aa/