অথবা, যোগান সুচি কাকে বলে?
অথবা, যোগান সূচির ধারণা দাও।
উত্তর: একটি নিথষ্ট সময়ে বিক্রেতা একটি দ্রব্যকে বিভিন্ন মূল্যে যে পরিমাণ বিক্রি করে তার ছককে যোগান সূচি বলে। বিভিন্ন মূল্যে বিক্রেতার বিভিন্ন পরিমাণ সূচির মাধ্যমে দেখানো হয়। একটি যোগান সূচি থেকে যোগান রেখ অংকন করা যায়। যোগান সূচির উপর ভিত্তি করে যোগান রেখা অংকন করতে হয়। যোগান সুচির জ্যামিতিক প্রকাশ হল যোগান রেখা। মূল্যের সাথে যোগানের সরাসরি সম্পর্ক বিদ্যমান। মূল্য বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায় এবং মূল্য হ্রাস পেলে যোগানও হ্রাস পায়।
নিম্নে একটি যোগান সূচি থেকে যোগান রেখা অংকন করা হলো:
যোগান সূচি থেকে দেখা যায় দ্রব্যের দাম যখন ১০ টাকা তখন যোগানের পরিমাণ হয় ৫০ একক, মূল্য বৃদ্ধি পেয়ে ২০ টাকা ও ৩০ টাকা হওয়াতে যোগানের পরিমাণ যথাক্রমে ১০০ ও ১৫০ একক। এভাবে বিভিন্ন মূল্যে যোগানের বিভিন্ন পরিমাণ যে তালিকার সাহায্যে দেখানো হয় তাকে যোগান সুচি বলে।