যোগান কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, যোগান বলতে কি বুঝা
অথবা, যোগানের ধারণা দাও।

উত্তর: আজ সাধারণ অর্থে কোন দ্রব্যের বিক্রয়যোগ্য পরিমাণকে তার যোগান বলে। কিন্তু অর্থনীতিতে “যোগান” শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা তার মজুদ থেকে যে পরিমাণ পণ্য বাজারে বিক্রয়ের জন্য রাজি থাকে তাকে যোগান বলে। নিম্নে অর্থনীতিবিদদের মতামত দেওয়া হল।

অধ্যাপক সেয়ার্স (Seyers)-এর মতে, “কোন নিদিষ্ট সমায়ে বিভিন্ন সম্ভাব্য দামে কোন দ্রব্যের যে পরিমাণ বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তার তালিকাকে যোগান বলে”।

অধ্যাপক র‍্যাগান (Regan) এবং থমাস (Thomas)-এর মতে “কোনো ফার্ম নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের জন্য শোষণ করে, তাহল যোগানের পরিমাণ।” এখানে বলা যায় যে, যোগান মূলত দামের উপর নির্ভরশীল। অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে।