অথবা, যোগান অপেক্ষক বলতে কি বুঝ?
অথবা, যোগান অপেক্ষকের ধারণা দাও।
উত্তর: কোন দ্রব্যের যোগান ঐ দ্রব্যের দাম, উপকরণগুলোর দাম, রুচি-পছন্দ, প্রভৃতি অবস্থা কারিগরি জান, সময় প্রভৃতি বিষয়ের উপর নির্ভর করে। তবে কোন দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে যোগানের পরিমাণ করে। দাম এবং যোগানের মধ্যকার এই ধনাত্মক সম্পর্ক যখন গাণিতিক ভাবে প্রকাশ করা হয়, তখন তাকে যোগান অপেক্ষক বলে। যোগান অপেক্ষক কে নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়। যেমন-
P. Q(p. p, T. t.s.w…!
এখানে, প্রঝের যোগান
p. x প্রব্যের দাম
P. y দ্রব্যের দাম যা ৯-এর সাথে সম্পর্কিত
T = কলাকৌশল
t= কর
w= আবহাওয়া
s= ভর্তুকি
f = অপেক্ষকের প্রতিক,
অর্থাৎ কোন দ্রব্যের যোগান তার দাম, দ্রব্যের সম্পর্ক, কলাকৌশল, সরকারের কর নীতি, ভর্তুকী ইত্যাদি বিষয় দ্বারা প্রভাবিত হয়। এ সকল বিষয়ের সাথে যোগানের যে সম্পর্ক তাকে যোগান অপেক্ষক বলে।