মোট স্থির ব্যয় (TFC) এবং মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) এর সংজ্ঞা দাও।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের ধারণা ব্যাখ্যা কর।

উত্তর : কোন একটি দ্রব্য উৎপাদনের জন্য সকল প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে যে ব্যয় হয় তাকে মোট ব্যয় বলে। কোন প্রতিষ্ঠানের মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টিই হলো মোট ব্যয়।

মোট স্থির ব্যয় (TFC): কোন ফার্ম উৎপাদন কাজে নিয়োজিত স্থির উপকরণের জন্য যে ব্যয় বহন করে তাকে মোট স্থির ব্যয় বলে। অন্যভাবে বলা যায়, কোন ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্য উৎপাদনের জন্য যে স্পষ্ট ও অস্পষ্ট ব্যয় বহন করে তাকে মোট স্থির ব্যয় বলে। যেমন-

১.যন্ত্রপাতি, আসবাবপত্র ও বিভিন্ন সাজসরঞ্জামের ক্ষয়ক্ষতি জনিত ব্যয়।

২.উদ্যোক্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা।

৩ . কারখানার জন্য ব্যবহৃত জমি ক্রয় ও রক্ষনাবেক্ষনজনিত ব্যয়।

৪ . বিল্ডিং-এর মেরামত এবং ক্ষয়ক্ষতি জনিত ব্যয়।

৫. বীমা প্রিমিয়াম, সম্পত্তি কর, ঋণবাবদ সুদ ইত্যাদি ক্ষেত্রে অর্থ প্রদান।

মোট পরিবর্তনশীল ব্যয় (TVC): উৎপাদনে নিয়োজিত বিভিন্ন পরিবর্তনশীল উপাদানের জন্য কোন প্রতিষ্ঠান যে পরিমাণ ব্যয় করে তাকে মোট পরিবর্তনশীল ব্যয় বলে। অন্যভাবে বলা যায় উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধির সাথে সাথে যে সব ব্যয়ের হ্রাস বা বৃদ্ধি ঘটে তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। যেমন- কাঁচামালের জন্য ব্যয়, শ্রমিকের মজুরি ও ভাতা বাবদ ব্যয়, বিদ্যু ও জ্বালানির ব্যয়।