মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের সমন্বয়ে মোট ব্যয় রেখা অংকন কর এবং এর আকৃতি আলোচনা কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, স্বল্পকালীন ব্যয় রেখাসমূহ (TC, TFC এবং TVC)-এর আকৃতির উপর মন্তব্য কর

অথবা, মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয় ও মোট ব্যয়ের ধারণা চিত্রসহকারে ব্যাখ্যা কর।

উত্তর : ভূমিকা : কোনো দ্রব্য উৎপাদন করলে তার জন্য ব্যয় বহন করতে হয় এই ব্যয়কে বলে মোট ব্যয় (TC) এই (TC) এর মধ্যে আবার দু’ধরণের খরচ থাকে একটি হলো স্তির ব্যয় (FC), অন্যটি হলো পরিবর্তনশীল ব্যয় (VC)। নিচে এটির বিস্তারিত আলোচনা করা হলো। TFC, TVC ও TC রেখার মধ্যে সম্পর্ক।

মোট স্থির ব্যয় (TFC): কোন উৎপাদন প্রতিষ্ঠানকে স্বল্পকাঃ, উৎপাদন কাজে নিয়োজিত স্থির উপকরণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে মোট স্থির ব্যয় (TFC) বলে।

মোট পরিবর্তনশীল ব্যয় (TVC): উৎপাদনে নিয়োজিত বিভিন্ন পরিবর্তনশীল উপকরণের জন্য কোন উৎপাদন প্রতিষ্ঠান যে পরিমাণ ব্যয় করে তাকে মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) বলে।

মোট ব্যয় (TC): একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য যে ব্যয় হয় তাকে মোট ব্যয় (TC) বলে। স্বল্পকালীন সময়ের প্রেক্ষিতে বলা যায়, একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের সাথে জড়িত মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টিই হচ্ছে মোট ব্যয় (TC)। অর্থাৎ TC = TFC + TVC নিচের চিত্রে TFC, TVC ও TC রেখা তিনটিকে একত্রে উপস্থাপন করে এদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হল-

১. TFC রেখা ভূমি অক্ষের সমান্তরাল। TC রেখা ও TVC রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। TFC রেখা ও TVC রেখা দুটিকে লম্বভাবে যোগ করে TC রেখা পাওয়া যায়; অর্থাৎ TF ও TVC রেখা দুটির লম্ব ব্যবধান দ্বারা প্রকাশ পায় TC।

২. TC রেখা এবং TVC রেখার আকৃতি প্রায় একই ধরনের। শুধু পার্থক্য হচ্ছে TVC রেখা মূলবিন্দু’ থেকে উৎপত্তি হয় এবং TC রেখা, TFC রেখার উপর থেকে উৎপত্তি হয়।

৩. TVC রেখা এবং TC রেখা উভয়ই ভূমি অক্ষের দিকে প্রথমে অবতল এবং পরে উত্তল হয় এবং একে অপরের সমান্তরাল আর TFC রেখা সর্বত্রই ভূমি অক্ষের সমান্তরাল হয়।

৪. TC রেখা এবং TVC রেখার ঢাল সমান এবং TVC রেখার ঢাল দ্বারা TC রেখার চাল নির্ধারিত হয়। TFF রেখার ঢাল শূন্য হওয়ার কারণে এটি TC রেখার ঢালকে প্রভাবিত করতে পারে না।

উপসংহারঃ উপরের আলোচনার পরিশেষে আমরা বলতে পারি উৎপদনকারি উৎপাদন করুক বা না করুক তাকে স্থির ব্যয় (FC) বহন করতেই হয়। আর পরিবর্তনশীল ব্যয় উৎপাদন করলে হয় না করলে হয় না। যার ফলে TFC রেখা ভূমি অক্ষের সমান্তরাল এবং TVC রেখা উর্ধ্বগামী হয়।