মোট মুনাফা ও নিট মুনাফার মধ্যে পার্থক্য লিখ।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, মোট মুনাফা ও নীট মুনাফার মধ্যে বৈসাদৃশ্যগুলো তুলে ধর।

উত্তর: মোট মুনাফা ও নিট মুনাফা-

১. মোট মুনাফাঃ মোট বিক্রয়লব্ধ আয় থেকে মোট উৎপাদন খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মোট মুনাফা বলে।

২. নীট মুনাফাঃ মোট মুনাফা হতে উদ্যোক্তার নিজস্ব মূলধনের সুদ, ভূমির খাজনা, শ্রমের মজুরি বাদ দিলে যা
অবশিষ্ট থাকে তাকে নিট মুনাফা বলে। মোট মুনাফার একটি অংশ হলো নীট মুনাফা।

নিম্নে মোট মুনাফা ও নীট মুনাফার মধ্যে পার্থক্য তুলে ধরা হলো:

১. মোট বিক্রয়লব্ধ আয় থেকে মোট উৎপাদন খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মোট মুনাফা বলে। পক্ষান্ত রে, মোট মুনাফার ক্ষেত্রে উদ্যোক্তার নিজস্ব ভূমির খাজনা, মূলধনের সুদ ও শ্রমের মজুরি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নীট মুনাফা বলে।

২. মোট মুনাফার মধ্যে উদ্যোক্তার অন্যান্য উপকরণের আয় মিশ্রত থাকে। কিন্তু নীট মুনাফার মধ্যে অন্যতম কোন উপকরণের আয় অন্তর্ভুক্ত থাকে না। মোট মুনাফার বেলায় সংগঠনের দক্ষতা ও অন্যান্য ক্ষমতা বিবেচনা করতে হয়। কিন্তু নীট মুনাফার বেলায় শুধু সংগঠনের দক্ষতাকেই বিচার করতে হয়।

৩. মোট মুনাফা হলো একটি বৃহত্তম ধারণা। সেই তুলনায় নীট মুনাফা একাট ক্ষুদ্রতম ধারণা। প্রকৃতপক্ষে নীট মুনাফা হলো মোট মুনাফার একটি অংশ মাত্র।

৪. মোট মুনাফা হিসাব করা খুবই সহজ। সেই তুলনায় নীট মুনাফা হিসাব করা অনেক জটিল।