অথবা, মোট উপযোগ বলতে কি বুঝ?
অথবা, মোট উপযোগের সংজ্ঞা দাও।
উত্তর: মোট উপযোগঃ সব দ্রব্যসামগ্রীই উপযোগ সম্পন্ন। উপযোগকে যখন একটি দ্রব্যের প্রেক্ষিতে বিবেচনা
করা হয়, তখন সেই দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। ধরা যাক, কোন ক্রেতা বাজারে গিয়ে ৪ টি আপেল ক্রয় করে। সে যখন ১ম আপেল ক্রয় করে তখন তা থেকে ২০ টাকার সমান উপযোগ ভোগ করে। ক্রেতা যখন ২য় আপেল ভোগ করে তখন তা থেকে ১৫ টাকার সমান উপযোগ লাভ করে। একই ভাবে ক্রেতা ৩য় ও ৪র্থ আপেল থেকে ১০ টাকা এবং ৫ টাকার সমান উপযোগ লাভ করে। এক্ষেত্রে ক্রেতা বা ভোগকারীর মোট উপযোগের পরিমাণ সারণি আকারে দেখানো যায়।
দ্রব্যের একক | প্রাপ্ত উপযোগ |
১ম আপেল | ২০ টাকা |
২য় আপেল | ১৫ টাকা |
৩য় আপেল | ১০ টাকা |
৪র্থ আপেল | ৫ টাকা |
মোট উপযোগ | ৫০ টাকা |
অন্যভাবে বলা যায়, মোট উপযোগ হল প্রান্তিক উপযোগের সমষ্টি। কোন দ্রব্যের সকল এককের প্রান্তিক উপযোগ। একত্রে যোগ করলে মোট উপযোগ পাওয়া যায়। মোট উপযোগকে নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়ঃ MU
TUMU,+MU₂ + MU+
এখানে,
TU = মোট উপযোগ
MU₁ = ১ম এককের প্রাপ্তিক উপযোগ;
MU: = ২য় এককের প্রান্তিক উপযোগ;
MU; = ৩য় এককের প্রাপ্তিক উপযোগ:
MU, = ৪র্থ এককের প্রান্তিক উপযোগ।
সংক্ষেপে বলা যায়, মোট উপযোগ হল প্রান্তিক উপযোগের সমষ্টি।
অর্থাৎ TU = EMU
এখানে TU = মোট উপযোগ; MU প্রান্তিক উপযোগ এবং = সমষ্টিকরণের প্রতীক। সুতরাং কোন দ্রব্যের বিভিন্ন এককের প্রান্তিক উপযোগের সমষ্টিকেই ‘মোট উপযোগ বলা হয়।