মোট আয় (TR) ও মোট ব্যয় (IC) রেখার দ্বারা ফার্মের ভারসাম্য বিশ্লেষণ কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, TR ও TC এর মাধ্যমে ভারসাম্য প্রক্রিয়া ব্যাখ্যা কর।

উত্তর: ভূমিকা : সর্বোচ্চ মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটি ফার্মের কি পরিমাণ দ্রব্য উৎপাদন করা উচিৎ তা ফার্মের ভারসাম্য আলোচনায় স্থান পায়, উৎপাদনের যে ক্ষেত্রে আর্থিক মুনাফা সর্বাধিক হয় সেক্ষেত্রেই অর্জিত হয় ফার্মের ভারসাম্য
TR ও TC রেখার মাধ্যমে ভারসাম্যঃ ফার্মের মোট আয় ও মোট খরচের পার্থক্যই হচ্ছে মুনাফা। ফার্মের মুনাফা তখনই সর্বোচ্চ হয়, যখন TR এবং TC এর পাথর্ক্য সর্বাধিক হয়। সুত্রের সাহায্যে মুনাফা নির্ধারণ: II=(TR-TC)

ভারসাম্য শর্তঃ মোট আয় ও মোট ব্যয়ের সাহায্যে ভারসাম্য নির্ধারণের জন্য মুনাফা সর্বোচ্চকরণের শর্ত হল-

১. প্রয়োজনীয় শর্ত (Necessary condition)। মোট আয় রেখা মোট ব্যয় রেখার উপরে অবস্থান করবে। অর্থাৎ, TR > TC হবে।

২. পর্যাপ্ত শর্ত (Sufficient condition): যে বিন্দুতে মোট আয় ও মোট ব্যয়ের মধ্যে পার্থক্য সর্বাধিক হবে, সে বিন্দুতে মুনাফা সর্বোচ্চ হবে।

রেখা চিত্রের সাহায্যে বিশ্লেষণঃ চিত্রের সাহায্যে এরূপ মুনাফা সর্বোচ্চ করণের বিষয়টি ব্যাখ্যা করা যায়।

চিত্রে, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ ও লম্ব অক্ষে TR ও TC নির্দেশ করা হয়েছে। IC হল মোট ব্যয় রেখা। TR হল মোট আয় রেখা।

TR রেখাটি মূল বিন্দু (0) থেকে উঠেছে। কারণ উৎপাদন যখন শূন্য মোট আয় ও শূন্য। TC রেখা Fo বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। OFo হলো স্থির ব্যয়। তা’ উৎপাদনের শূন্য (০) অবস্থাতেও বহন করতে হয়।

b বিন্দুতে TR = TC, তাই এক্ষেত্রে মুনাফা শূন্য (০) হয়। ৮ ও ৮, বিন্দুতে TR ও TC পরস্পর ছেদ করে এবং ৮ ও ৮। বিন্দুকে ফার্মের ব্রেক ইভেন পয়েন্ট (Break even point) বলা হয়। Q₂ থেকে উৎপাদন বাড়ালে ফার্মের মুনাফা ধনাত্মক (n>0) হয়। কারণ TR > TC। Q, উৎপাদন ক্ষেত্রে TR ও TC এর লম্ব ব্যবধান (mm) সর্বোচ্চ, যা চিত্রের (খ) অংশে (QM, দ্বারা দেখানো হয়। Q, পেরিয়ে উৎপাদন বাড়নো হলে দেখা যায় মুনাফা ক্রমেই কমেছে।

উৎপাদনের Q, স্তরে মোট আয় এবং মোট ব্যয় রেখার উলম্ব দূরত্ব সর্বাধিক হবে। সেখানেই মুনাফা সর্বাধিক মুনাফা হবে। ফলে Q, স্তরে ফার্মের ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। OQ, স্তরে TR ও TC রেখার ঢাল পরস্পর সমান। তাই এখানেই TR ও TC এর দূরত্ব সর্বাধিক হবে। সুতরাং OQ, স্তর হলো ফার্মটির উৎপাদনের পরিমাণ। এবং OQ, পরিমাণ উৎপাদনই হলো ফার্মটির ভারসাম্য উৎপাদন। উপসংহারঃ উপরোক্ত আলোচনার পরিশেষে আমরা বলতে পারি যে বিন্দুতে TR ও TC রেখার পার্থক্য সর্বাধিক সেই বিন্দুতেই উৎপাদনকারির ভারসাম্য অর্জিত হবে।