অথবা, মুখ্য বা প্রাথমিক দল কাকে বলে?
অথবা, মূখ্য দলের সংজ্ঞা দাও।
অথবা, মূখ্য দল বলতে কী বুঝ?
অথবা, মূখ্য দলের ব্যাখ্যা দাও।
উত্তরা৷ ভূমিকা : মুখ্য বা প্রাথমিক গোষ্ঠী সামাজিক প্রতিষ্ঠানের কেন্দ্রস্থলে অবস্থিত। এ গোষ্ঠীর মাঝেই আমরা আমাদের সবচেয়ে ব্যক্তিগত জীবনযাপন করে থাকি এবং এক্ষেত্রেই আমাদের সামাজিক সম্পর্ক সবচেয়ে বেশি ঘনিষ্ঠ
।মুখ্য বা প্রাথমিক গোষ্ঠী (Primary group) : রবার্ট এম. ম্যাকাইভার এবং চার্লস এইচ পেজ
(R.M.Maclver and C.H.Page) প্রাথমিক দল সম্বন্ধে বলেছেন যে, “অস্থায়ী বা স্থায়ী যাই হোক, তা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের একক কেন্দ্র। মুখ্য বা প্রাথমিক গোষ্ঠীকে সমষ্টিগত জীবনের প্রধান কেন্দ্র বা অনু বললেও চলে। প্রাথমিক দলের অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে যে সম্পর্ক বর্তমান, সে সম্পর্ক হলো প্রত্যক্ষ। তাই এ গোষ্ঠীকে মুখোমুখি গোষ্ঠী বলা হয় ।
চালর্স হরটন কুলি (C.H.Cooley) তাঁর বিশ্লেষণ মুখ্য বা প্রাথমিক গোষ্ঠী সম্বন্ধে বলেছেন, “মুখ্য বা প্রাথমিক গোষ্ঠী
বলতে আমরা বুঝি মুখোমুখি গোষ্ঠী। যার মাধ্যমে পরস্পর নিবিড়ভাবে আবদ্ধ থাকে। প্রাথমিক গোষ্ঠকে আনেকভাবেই মনে করা যায়। কিন্তু কতকগুলো প্রাথমিক অবস্থার জন্য প্রাথমিক গোষ্ঠীর মনোভাব গড়ে ওঠে। আবার পারস্পরিক সামঞ্জস্য ও প্রীতির দ্বারা আবদ্ধ হলেই তাকে প্রাথমিক গোষ্ঠীর সদস্য মনে করাও যুক্তিসঙ্গত হবে না। এ মুখোমুখি
অভিব্যক্তির মাঝে একটি বিশেষ তাৎপর্য আছে যার সদস্যগণ খুবই ঘনিষ্ঠ এবং যাদের সম্পর্ক খুবই ব্যক্তিগত। এই ব্যক্তিগত সম্পর্ক ও ঘনিষ্ঠতা শুধুমাত্র পরিবারের মাধ্যমে। প্রতিবেশীর মাধ্যমে বা ছেলে-মেয়েদের খেলার সাথীর মাধ্যমেই গড়ে উঠতে পারে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মুখ্য গোষ্ঠীর সকলে একই পরিবারের সদস্য এবং তারা পরস্পর পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ। প্রাথমিক গোষ্ঠীতে প্রত্যেকটি লোকপরস্পরের সহায়ক হয় এবং তাদের সব সমস্যা যৌথভাবে সমাধানের চেষ্টা করা হয়।