অথবা, Self তত্ত্বটি লিখ?
উত্তরা৷ ভূমিকা : মানুষ সামাজিক জীব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে সামাজিক পরিমণ্ডলেই বসবাস করতে হয়। সামাজিকীকরণ হলো অন্যতম সামাজিক প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষ সামাজিক বিধিসম্মত আচরণ শিখে এবং এরই দ্বারা সে সমাজের সদস্যরূপে গড়ে উঠে। মানবশিশুর বেঁচে থাকার জন্য শুধু খাদ্য ও বাসস্থানের প্রয়োজন হয় তা নয়, বরং তাদের মানবিক ও মানসিকভাবে বৃদ্ধির জন্য উদ্দীপকের প্রয়োজন হয়। প্রত্যেক সমাজে মানবশিশুকে শিক্ষা দেয়ার জন্য কতকগুলো উপায় আছে, যার মাধ্যমে শিশু নিজের ব্যক্তিত্বকে গঠন করতে পারে। শিশুর ব্যক্তিত্ব গঠনে এ সামাজিক প্রশিক্ষণকে বলা হয় সামাজিকীকরণ বা Socialization।
মীডের Self তত্ত্ব : জর্জ হার্বার্ট মীড আমেরিকার একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী, দার্শনিক, মনোবিজ্ঞানী ছিলেন। “ব্যক্তির সামাজিকীকরণের তত্ত্ব তৈরির ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি Cooley এর মতো বলেছেন, সামাজিকীকরণে সমাজের ভূমিকা অপরিসীম।” Cooley এর সাথে একমত হয়ে Meadও বলেছেন, “Self is social”. তাঁর প্রবর্তিত তত্ত্বের উদ্দেশ্য ছিল প্রতীকী মিথস্ক্রিয়ার সাথে পরিচিত করে দেয়া। Mead এর সামাজিকীকরণের মূল বৈশিষ্ট্য হলো অন্য কোন ব্যক্তির কাছ থেকে কি আশা করা যায় সে অনুযায়ী নিজের ব্যবহার সংস্কার করা, নিয়ন্ত্রণ করা এটা উপলব্ধি করার ক্ষমতা। Mead self গঠনের প্রক্রিয়াকে দু’পর্যায়ে ভাগ করেন। এ ভাগ বা পর্যায় দুটি হলো :
খ. বাচনিক স্তর (Verbal stage)
ক. প্রাক বাচনিক স্তর (Preverbal stage) ও
Mead বাচনিক স্তরকে আবার দু’ভাগে ভাগ করেন। যথা :
ক. অসংগঠিত স্তর (Play stage),
Mead Self কে দু’ভাগে ভাগ করেছেন। যথা : I এবং Me. I হচ্ছে প্রত্যেক ব্যক্তির স্বয়ংসিদ্ধ ও অদ্বিতীয় সহজাত বৈশিষ্ট্য। সমাজ ও অন্যান্য ব্যক্তির প্রতি ব্যক্তির যে প্রতিক্রিয়া তাই ‘I; Me হচ্ছে Self এর বিশেষ সামাজিক প্রপঞ্চ । অন্য ব্যক্তির আমার প্রতি যে প্রতিক্রিয়া তাই Me.
খ. সংগঠিত স্তর (Game stage).
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি তার সামাজিক পরিবেশ ও পরিস্থিতির সাথে নিজের উপযোজন সাধন করে বা খাপখাওয়ায় তাকে সামাজিকীকরণ বুঝায়। সামাজিকীকরণের প্রধান তাৎপর্য হলো সামাজিক জীব হিসেবে বাস করার জন্য ব্যক্তির বিশেষ যোগ্যতা লাভ। সামাজিকীকরণের মাধ্যমে প্রথমে মানবপ্রকৃতি পরে সামাজিক প্রকৃতির বিকাশ ঘটে। বস্তুত মানুষকে সমাজে সুন্দর ও সুষ্ঠুরূপে গড়ে তোলার জন্য সামাজিকীকরণ প্রথম ও প্রধান প্রয়াস। সামাজিকীকরণের মাধ্যমে মানবশিশু তার ভাষা, জ্ঞান, আদর্শ ও মূল্যবোধ, ভূমিকা ইত্যাদি অর্জন করে থাকে। সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যা মানুষের জন্মলগ্নে শুরু হয় এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত চলতে থাকে।