মা-হুয়ানের দৃষ্টিতে বাংলার অর্থ নৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর : ভূমিকা : সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলা ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। বাংলার ধনসম্পদ দেখে পর্যটকরা মুগ্ধ হন। তেমনি চীনা পর্যটক মা-হুয়ান বাংলার অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ দেখে মুগ্ধ হন। তিনি তার বিবরণীতে বাংলার অর্থনৈতিক ও সামাজিক দিক তুলে ধরেন। বাংলাতে বিভিন্ন পেশার লোক বসবাস করত। তাদের জীবনযাত্রা ছিল বৈচিত্র্যময়।
→ সুলতানি আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা : মা-হুয়ানের বিবরণ থেকে বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলো :
১. বৈদেশিক বাণিজ্য : তিনি বলেন ধনীরা জাহাজ তৈরি করত এবং তা দিয়ে বিদেশি সাথে বাণিজ্য চালাত। দেশি পণ্যসামগ্রী জাহাজে করে বিদেশে নিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো।
২. মুদ্রা : এদেশের মুদ্রা ছিল রুপার। এটিকে টাকা বলা হতো। ওজন ছিল চীন দেশের দুমেসের সমান। এর ব্যাস ১.২ ইঞ্চি। এর দুপিঠেই খোদাই করা থাকত। মুদ্রা ব্যবসায় বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো।
৩. শিল্প দ্রব্যাদি : মা-হুয়ান বলেন শিল্প দ্রব্যের মধ্যে বাংলাদেশে দু রকমের সূক্ষ্ম তুলা উৎপন্ন হতো। এখানে তুঁত গাছ ও গুটি পোকার চাষ হত।
৪. মদ ব্যবসা ও জুয়া খেলা : মা-হুয়ান বলেন তখন তিন চার রকমের মদ পাওয়া যেত। নারকেল, ধান, তাড়ি এবং খেজুর থেকে তৈরি মদ বিক্রি করা হতো। এছাড়া জুয়া খেলা জমজমাট ছিল।
৫. ব্যবসা-বাণিজ্য : মা-হুয়ান সমুদ্র বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন সমুদ্র বন্দরের সাহায্যে বিভিন্ন দেশের সাথে ব্যবসা-বাণিজ্য চলত।
৬. পোশাক ও উৎপন্ন দ্রব্য : বঙ্গের অধিবাসীগণ ব্যবসা ও কৃষিকাজ করে জীবিকানির্বাহ করতো। ধনী সম্প্রদায় জাহাজ নির্মাণ কারখানা স্থাপন করে। বহির্বাণিজ্য পরিচালনার জন্য জাহাজ তৈরি করতো।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মা-হুয়ানের বিবরণ থেকে বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায়। বাংলার সমাজে বিভিন্ন ধর্মের ও পেশার লোক মিলেমিশে বসবাস করতো। বিপদআপদে একজন আরেকজনকে সাহায্য- সহযোগিতা করতো। তাছাড়া বাংলার অর্থনৈতিক অবস্থা ছিল উন্নত । কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%86/