অথবা, মার্কিন সংবিধান সংশোধন প্রক্রিয়া আলোচনা কর।
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রে কীভাবে সংবিধান সংশোধিত হয়?
অথবা, মার্কিন সংবিধান সংশোধন পদ্ধতি উল্লেখ কর।
উত্তরঃ ভূমিকা: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের প্রকৃষ্ট একটি উদাহরণ। মার্কিন সংবিধান প্রণেতাগণ সংবিধান সংশোধনের পদ্ধতিকে সহজসাধ্য করতে চান নি। মার্কিন সংবিধানের আনুষ্ঠানিক পদ্ধতি অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া। মার্কিন শাসনতন্ত্রের ৫নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতির উল্লেখ আছে। সার্কিল সংবিধান সংশোধন পত্ততি মার্কিন সংবিধান সংশোধন পদ্ধতি দু’টি পর্যায়ে বিভক্ত। যথা:
১. সংশোধনী প্রস্তাব উত্থাপন এবং
২. সংশোধনী প্রস্তাব অনুনোদন।
নিম্নে এ সম্পর্কে অ্যালোচনা করা হল:
১. সংশোধনী প্রভাব উত্থাপন: মার্কিন সংবিধানের ৫নং ধারা অনুযায়ী দু’টি উপায়ে সংশোধনী প্রস্তাব উত্থাপিত হতে
পারে। প্রথমত, মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের দুই-ওতীয়াংশ সদস্য যদি প্রয়োজন মনে করে তবে সংশোধনী প্রস্তাব উত্থাপন করে সংবিধান সংশোধন করতে পারবে। দ্বিতীয়ত, দুই-তৃতীয়াংশ অঙ্গরাজ্যের আইনসভা আবেদন করলে সংশোধনী প্রস্তাব উত্থাপনের জন্য কংগ্রেসকে একটি জাতীয় সম্মেলন আহবান করতে হবে। সংশোধনী প্রস্তাব উত্থাপনের ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি আজও ব্যবহৃত হয় নি।
২. সংশোধণী প্রস্তাব অনুমোদন সংশোধনী প্রস্তাব দুটি পদ্ধতিতে অনুমোদিত হতে পারে। প্রথমত, সংশোধনী প্রস্তাবটি প্রত্যেক অঙ্গরাজ্যের আইনসভার কাছে পেশ করার পর অন্তত তিন-চতুর্থাংশ (৩৮) অঙ্গরাজ্যের আইনসভা প্রস্ত বেটি অনুমোদন করলে সংবিধান সংশোধিত হতে পারে। দ্বিতীয়ত, আবার সংশোধনী প্রস্তাব অনুমোদনের জন্য প্রত্যেক অঙ্গরাজ্যে একটি বিশেষ গণসম্মেলন আহ্বান করা হয়। এক্ষেত্রেও তিন-চতুর্থাংশ সংশোধনী প্রস্তাবটি সমর্থন করলে সংবিধান সংশোধিত হতে পারে।
উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, যেহেতু মার্কিন সংবিধান দুশ্চরিবর্তনীয় সেহেতু একে সংশোধন করতে হলে বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়। তবে মার্কিন সংবিধান মুষ্পরিবর্তনীয় হলেও সংবিধানের যুগোপযোগী ও প্রয়োজনীয় পরিবর্তন অব্যাহত রয়েছে। সুতরাং বলা হয়, মার্কিন সংবিধান সংশোধন পদ্ধতি সময়ের চাহিদা অনুযায়ী নমনীয় হয়েছে।