মানব সম্পদ উন্নয়ন ধারাটি ব্যাখ্যা কর।

অথবা, মানব সম্পদ উন্নয়ন বলতে কী বুঝ?
অথবা, মানব সম্পদ উন্নয়ন কাকে বলে?
অথবা, মানব সম্পদ উন্নয়ন কী?
উত্তরা৷ ভূমিকা :
উন্নয়ন ধারাটিকে বর্তমানে বহুলভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। যেমন- অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, টেকসই উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়ন। উন্নয়ন ধারাটির সর্বশেষ সংযোজন হলো মানব সম্পদ উন্নয়ন। অর্থাৎ এতদিন জনসংখ্যাকে সম্পদ হিসেবে বিবেচনা করা হতো না। কিন্তু বর্তমানে জনসংখ্যাকে সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং জনসংখ্যাকে উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হচ্ছে। কেননা বিশ্বের যে দেশ জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে সক্ষম হয়েছে তারাই উন্নয়নের শীর্ষে আরোহণ করেছে। তাই দেখা যায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও জাপান এত উন্নত। কিন্তু বাংলাদেশে প্রচুর জনসংখ্যা থাকলেও উন্নয়নের অভাবে তা দেশের উন্নয়নে অবদান রাখতে পারছে না। সুতরাং মানব সম্পদ উন্নয়ন খুবই জরুরি
মানব সম্পদ উন্নয়ন ধারণাটির ব্যাখ্যা : সাধারণভাবে বলা যায় যে, জনসংখ্যাকে বিভিন্ন উপায়ে সম্পদে পরিণত করার নামই মানব সম্পদ উন্নয়ন। অন্যভাবে বলা যায় যে, জনসংখ্যাকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জন সম্পদে রূপান্তরের প্রক্রিয়াগত নামই মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমেই একটি দেশ উন্নয়নের শিখরে আরোহণ করতে পারে। যেমন- জাপানে প্রাকৃতিক সম্পদ তেমন না থাকলেও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে তারা উন্নত বিশ্বের কাতারে শামিল হয়েছে। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করা যায়। Leonard Nobler মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে বলেছেন, “কর্ম কৃতিত্ব উন্নয়ন বৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট সময়ে সংগঠিত শিক্ষা অভিজ্ঞতা লাভের প্রত্রি য়াই মানব সম্পদ উন্নয়ন।” H. L. Ver:na and M. C. Gearge তাঁদের ‘Human Resource in India’ গ্রন্থে বলেছেন, “মানব সম্পদ উন্নয়নকে সমাজের মানুষের জ্ঞান, দক্ষতা এবং দক্ষতা বৃদ্ধির একটি প্রক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করা যায়।” জনসংখ্যাকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ ও কর্ম কৃতিত্ব বৃদ্ধির প্রক্রিয়াগত নামই মানব সম্পদ উন্নয়ন। তবে মানব সম্পদ উন্নয়নের বিভিন্ন সূচক রয়েছে। এ সূচকগুলো উন্নত হলেই মানব সম্পদ উন্নয়ন হয়েছে বলা যায় । সুতরাং বলা যায় যে, কোনো দেশের
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, প্রত্যেক দেশেই জনসংখ্যা রয়েছে। কিন্তু জনসংখ্যা থাকলেই হবে না। কেননা নিরক্ষর ও প্রশিক্ষণবিহীন জনসংখ্যা দেশের কোন উন্নয়ন করে না এবং তা কখনো সম্পদ হতে পারে না। তাই জনসংখ্যাকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিণত করা সম্ভব। জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে পারলে তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই প্রত্যেক দেশই মানব সম্পদ উন্নয়নের চেষ্টা করছে।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/