অথবা, মৌল মানবিক চাহিদা ও মানবিক চাহিদার মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, মৌল মানবিক চাহিদা ও মানবিক চাহিদার মধ্যে বৈসাদৃশ্য বর্ণনা কর।
অথবা, মৌল মানবিক চাহিদা ও মানবিক চাহিদার মধ্যে তুলনামূলক বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব। তাই জীবনধারণ, বয়স বৃদ্ধি ও সামাজিকতা রক্ষার জন্য মানুষকে নানারকম চাহিদা পূরণ করতে হয়। তবে যেসব চাহিদা মানুষ পূরণ না করলে মানুষ হিসেবে বাঁচতে পারে না তাকে মৌল মানবিক চাহিদা বলে। অন্যদিকে মৌলিক বা মানিবক চাহিদা হল রাষ্ট্র কর্তৃক প্রদেয় অধিকার বা চাহিদা।বাংলাদেশের সামাজিক সমস্যা এত প্রকট যে এদেশের মানুষ মৌল মানবিক চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করতে পারছে না। তবে উপযুক্ত নীতি প্রণয়ন, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন এবং উপযুক্ত পরিকল্পনা গ্রহণসহ কতিপয় পদ্ধতির মাধ্যমে মৌল মানবিক চাহিদা পূরণ করা সম্ভব।
মৌল মানবিক চাহিদা ও মানবিক চাহিদার মধ্যে পার্থক্য : অনেকে মৌল মানবিক চাহিদা ও মানবিক চাহিদা একই অর্থে বিবেচনা করে থাকেন। কিন্তু মৌল মানবিক চাহিদা ও মানবিক চাহিদার মধ্যে পার্থক্য বিদ্যমান। নিম্নে পার্থক্যসমূহ আলোচনা করা হল :

উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, মৌল মানবিক চাহিদা ও মানবিক চাহিদার মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান। আর উপরিউক্ত নীতি ও কর্মসূচি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মানুষের মৌল মানবিক চাহিদা সঠিকভাবে পূরণ করা সম্ভব। তবে জনগণকেও তাদের ভাগ্য উন্নয়নে সচেষ্ট হতে হবে। তা না হলে মৌল মানবিক চাহিদা পূরণ সম্ভব হবে না।