মাথাপিছু আয় বলতে কি বুঝায়?

রকেট সাজেশন
রকেট সাজেশন

উত্তর : মাথাপিছু আয় (Per-Capita Income): মাথাপিছু আয় বলতে কোন দেশের জনপ্রতি বার্ষিক আয়কে বোঝায়। কোন নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট জাতীয় উৎপাদন বা আয়কে (GNI) ঐ বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করা হলে, মাথাপিছু আয় পাওয়া যায়।

অর্থাৎ, কোন দেশের এক বছরের মোট জাতীয় আয়কে ঐ দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে পরিমাণ আয় পাওয়া যায় তাই মাথাপিছু আয়।

সূত্রঃ মাথাপিছু আয় (Y)= কোন নির্দিষ্ট বছরে মোট জাতীয় উৎপাদন (GNP) বা আয় (GNI)÷ ঐ বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা (P)

মনে করি, ২০০০ সালের মধ্য সময়ে বাংলাদেশে মোট জনসংখ্যা হলো ১৩ কোটি এবং ঐ সময়ে মোট জাতীয়ল
উৎপাদন ৬৫০০ কোটি মার্কিন ডলার।

সুতরাং মাথা পিছু আয় = ৬৫০০০০০০০০০÷১৩০০০০০০০ মার্কিন ডলার = ৫০০ মার্কিন ডলার

মাথাপিছু আয় হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের প্রধান সূচক। World Development Report – 2004 অনুযায়ী, সুইজারল্যান্ডের মাথাপিছু আয়, ৩৭,৯৩০ মার্কিন ডলার, নরওয়ের ৩৭,৮৫০ আমেরিকার ৩৫,০৬০ এবং বাংলাদেশের ৩৬০ মার্কিন ডলার।