অথবা, মাত্রাগত উৎপাদন বলতে কি বুঝ?
অথবা, মাত্রাগত উৎপাদনের ধারণা দাও।
উত্তর : উৎপাদনে ব্যবহৃত উপাদান সমূহের ব্যবহারের অনুপাত স্থির রেখে উপকরণসমূহ পরিবর্তন করা হলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলা হয়।
মাত্রাগত উৎপাদনের ধারণাটি দীর্ঘ মেয়াদের সাথে সম্পর্কিত। কারণ দীর্ঘকালে সকল উপকরণ পরিবর্তনীয়। স্বল্পকালে কোন কোন উপকরণ অপরিবর্তনীয় থাকে। এ জন্য স্বল্পকালে উৎপাদন কার্যক্রমে মাত্রাগত পরিবর্তন সম্ভব নয়। তবে দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণই সমানভাবে বাড়ানো সম্ভব।
সুতরাং দীর্ঘকালে সকল উপকরণের সমানুপাতিক বৃদ্ধির দুরুন উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন আসে তাকেই মাত্রাগত উৎপাদন বলে।