মধ্যযুগ কি?

উত্তর : ভূমিকা : বিশ্লেষণের সুবিধার্তে দার্শনিকরা ইতিহাস ও রাজনৈতিক ধ্যান ধারণার বিকাশকে বিভিন্ন যুগ বা কালে
বিভক্ত করেছেন। এ গুলো হলো প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। তবে এ গুলোর মধ্যে মধ্যযুগ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে
বিবেচিত হয়। বিভিন্ন দার্শনিকদের মতবাদের প্রেক্ষিতে এ যুগ বিশিষ্টতা লাভ করেছিল। মূলত বিশ্বজনীন রাষ্ট্রচিন্তার মাধ্যমেই মধ্যযুগের সূত্রপাত ঘটে।
→ মধ্যযুগ : কোনো সময়কে মধ্যযুগ বলা হয় সে সম্পর্কে রাষ্ট্রদর্শনে বিভিন্ন মতভেদ রয়েছে। এ সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন ভাবে মতবাদ দিয়েছেন। তবে বিভিন্ন মতভেদ থাকলেও ইউরোপের ইতিহাসে মোটামুটিভাবে ষষ্ঠ শতক হতে ষোল শতক কালকেই মধ্যযুগ হিসেবে ধরা হয়। অনেকেই এটাকে একটি গ্রহণযোগ্য
মতবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। মূলত বর্বর জার্মান জাতি কর্তৃক রোমান সাম্রাজ্যের পতনের পরেই মধ্যযুগের সূচনা হয়।
তবে অনেকে এ যুগকে অরাজনৈতিক বলে মন্তব্য করেছেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সভ্যতার ইতিহাসে কোন সময়কে মধ্যযুগ বলা হয় তা নিয়েই ঐতিহাসিক মধ্য যথেষ্ট মত পার্থক্য থাকলে মোটামোটি ভাবে ইউরোপী ইতিহাসে
৬ষ্ঠ-ষোল শতকের সময়কাল পর্যন্ত মধ্যে যুগ নামে অভিহিত করা হয়। প্রকৃতি পক্ষে বর্বর জার্মান জাতি কর্তৃক রোম সম্রাজ্রের পতনের অব্যবহিত পরেই মধ্যযুগের সূচনা হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac/