উত্তর : ভূমিকা : ইসলাম ধর্মের প্রচারের পাশাপাশি মধ্যযুগে বাংলায় সুফি-সাধকেরা রাষ্ট্রের বিস্তার ও সংহতিতে গুরুত্বপূর্ণ
অবদান রাখেন। বাংলায় মুসলমান শাসন প্রবর্তনের সাথে সাথে উপমহাদেশে ধর্ম প্রচারকার্যে সুফিদের আগমন ঘটে। বাংলায়ও
সুফিরা পৌঁছে যায়। মুসলমান শাসন সম্প্রসারণ, দৃঢ়ীকরণ ও মুসলমানদের মানসিক ও নৈতিক উৎকর্ষ সাধনে এসব সুফিগণের ভূমিকা শাসকদের চেয়েও বেশি স্থায়ী ও কার্যকরী ছিল। ধর্মান্তরিত লোক ও শিষ্য সংগ্রহের মাধ্যমে তারা শাসকদের বিজয়কে পূর্ণতা দিতে সক্ষম হয়েছিলেন।
বাংলায় মুসলিম রাষ্ট্রের বিস্তার ও সংহতিতে সুফি
সাধকগণ : সুলতানি আমলে বাংলায় সুফিদের রাষ্ট্র বিস্তার ও সংহতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হলো- ইসলাম ধর্ম প্রচার ছাড়াও মুসলিমদের রাজ্য বিস্তার ও মুসলিম রাষ্ট্রের সংহতির জন্য সুফি, সাধক, দরবেশগণ গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। স্থানীয় কিংবদন্তিতে জানা যায় যে, হিন্দু রাজার বিরুদ্ধে কয়েকজন সুফি দরবেশের জেহাজ করার উল্লেখ পাওয়া যায়। এদের মধ্যে থাকা আদম শহীদ ও শাহ সুলতান শাহী সওয়ার, মখদুম শাহ দৌলা প্রমুখ উল্লেখযোগ্য। সুফিগণ ধর্মের শাসন সীমা বিস্তৃত করতে ও হিন্দু অধ্যুষিত এলাকায় সবাসকারী মুসলিম প্রজাদের দুঃখ-দুর্দশা লাঘব করার জন্যই
সেনাপতিদের সাথে যুদ্ধে যোগদান করেন। সুফিদের অন্তর্ভুক্তিকে মুসলিম সৈন্যরা বিপুল নৈতিক ও আধ্যাত্মিক লে বলীয়ান হয়ে
অমুসলিমদের ওপর জয়ী হন। দরবেশ মুজাহিদ, জাফর খান গাজী, শাহ সফিউদ্দীন
সাতগাঁও-এর হিন্দু রাজার বিরুদ্ধে যুদ্ধ করে সিকান্দার গাজীর পক্ষে যোগ দেন এবং ওখানে মুসলিম শাসন প্রতিষ্ঠায় সাহায্য করেন। খান জাহান আলী বারবার অভিযান করে যশোহর-খুলনার দুর্গম অঞ্চলে মুসলমান শাসন প্রতিষ্ঠা করেছিলেন। বাংলায় মুসলিম শাসনের সংহতিতেও সুফি-সাধকদের
অবদান অনস্বীকার্য সুফিরা বিভিন্ন সময় রাষ্ট্রকে কঠিন সংকট হতে রক্ষা করার প্রচেষ্টা চালিয়ে সফল হন। যেমন- ইলিয়াস শাহী সুলতানদের উদার নৈতিকতার সুযোগে হিন্দুরা
রাজার নেতৃত্বে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এ সংকটে নূর কুতুব-উল-আলম মুসলমানদের মতানৈক্য দূর
করেন। তিনি ইব্রাহিম শর্কীর সাহায্য প্রার্থনা করেন। তার এই গুরুত্ববহ ভূমিকার জন্যেই মুসলিম রাষ্ট্র ও সমাজ এক মহাসংকট থেকে রক্ষা পায়। সাধারণত সুফিরা দরবেশরা রাষ্ট্রীয় ব্যাপারে কোনো হস্তক্ষেপ না করলেও রাষ্ট্রও সমাজের বিপদের দিনে তারা বসে থাকেন নি। নিজ নিজ যোগ্যতায় সুফি-দরবেশরা সামাজিক সকল সংকটকে সাফল্যের সাথে মোকাবেলা করেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলায় মুসলিম রাষ্ট্র বিস্তার এবং মুসলমান সমাজের উন্নয়নে সুফি দরবেশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে বলতে পারি যে- সুফি সম্প্রদায় ছাড়া বাংলায় মুসলমান রাষ্ট্র প্রতিষ্ঠা ও দৃঢ়ীকরণ প্রায় সুকঠিন ছিল ।