উত্তর : এ দেশের লোকেরা যৌবনের কপালে রাজটিকার পরিবর্তে তার পৃষ্ঠে রাজদণ্ড প্রয়োগ করতে বেশি ব্যস্ত থাকে। কিন্তু এদেশের মানুষেরা সবাই ভুলে যায় যে, একমাত্র ব্যক্তি এবং জাতীয় জীবনে যৌবনকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সমাজে পরিবর্তন সূচিত হতে পারে। আমাদের দেশের জ্ঞানীরা যৌবন এবং বসন্তকে আলাদা করে দেখতে চান। কারণ উভয়ের মিশ্রণে সমাজে যে পরিবর্তন আসবে, সেকথা ভেবে তারা শঙ্কিত। বার্ধক্য সবসময় পরিবর্তনকে ভয় পায় আর এ কারণে তারা কোন কিছু ত্যাগ করতে প্রস্তুত নয়, কেননা তারা কোন কিছু অর্জন করতে পারে না। যারা ভোগ করতে জানে তারা ত্যাগ করতে জানে। অন্যদিকে যারা কাড়তে পারে না, তারা ছাড়তেও পারে না। এভাবেই প্রাবন্ধিক বার্ধক্য এবং যৌবনকে চিহ্নিত করেছেন।