অথবা, বাজেট সমীকরণ কি?
অথবা, ভোক্তার বাজেট সমীকরণের সংজ্ঞা দাও।
অথবা, বাজেট সমীকরণের ব্যাখ্যা দাও।
উত্তর : ভোক্তার বাজেট রেখা বা আয়-ব্যয়ের অবস্থা সমীকরণের মাধ্যমেও দেখানো যায়। সমীকরণের একদিকে ভোক্তার ব্যয় ধরা হলে অপরপক্ষে আয় ধরা হবে। X পণ্যের পরিমাণকে তার দাম দিয়ে গুণ করলে X পণ্যের উপর পণ্যের উপর ব্যয় পাওয়া যায়। অর্থাৎ X পণ্যের উপর ব্যয় = X.Px অনুরূপভাবে Y পণ্যের উপর ব্যয় = Y.PY এখন X ও Y পণ্যের উপর ব্যয়কে যোগ করলে ভোক্তার মোট ব্যয় পাওয়া যায়। মোট আয় সমান M ধরা হলে ভোক্তার বাজেট সমীকরণ নিম্ন রূপে লিখা যায়-
X.Px+y.PyM Y = 0 হলে ভোক্তা সম্পূর্ণ অর্থে X পণ্যের উপর ব্যয় করে। আবার, X = 0 হলে সম্পূর্ণ অর্থ Y- পণ্যের উপর ব্যয় X=0Y.Py=M হয়। যেমন- Y0X.Px-M