অথবা, ভেদাঙ্কের ব্যবহার তুলে ধর।
অথবা, ভেদাঙ্কের ব্যবহারগুলো উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : অধ্যাপক আর.এ. ফিসার ১৯১৮ সালে সর্বপ্রথম ভেদাংকের ধারণা প্রদান করেন। তার মতে, কোন তথ্যসারির বেধ বা বিস্তার পরিমাপে ভেদাংক বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ। কোন তথ্যসারি বা কোন গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় হতে তথ্যমানসমূহের ব্যবধান বা বিচ্যুতির বর্গের সমষ্টিকে মোট তথ্যসংখ্যা বা গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে ভেদাংক বলে।
ভেদাঙ্কের ব্যবহার : বিভিন্ন ধরনের সামাজিক, অর্থনৈতিক, জীববিজ্ঞান ও কৃষি বিজ্ঞান সম্পর্কিত তথ্য বিশ্লেষণ ভেদাংক গুরুত্বপূর্ণ একটি পরিমাপ। নিম্নে ভেদাংকের কতিপয় ব্যবহার উল্লেখ করা হলো :
i. কোন তথ্যসারি বা গণসংখ্যা নিবেশনের গড় মান হতে অন্যান্য মানগুলোর বিস্তার অর্থাৎ বিস্তৃতি পরিমাপ করতে ভেদাংক ব্যবহৃত হয়।
ii. কৃষি ক্ষেত্রে দু বা ততোধিক প্লটের উৎপাদনের তারতম্যের জন্য কারণ নির্ণয়ে ভেদাংক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় ।
iii. এর দ্বারা নমুনায়নের সমসত্তা আছে কিনা তা যাচাই কা যায়।
iv. বিভিন্ন ধরনের পরিসংখ্যানিক যাচাই নমুনাজ মানে ভেদাংক ব্যবহৃত হয়।
v. ভেদাংকের উপর পরবর্তী বীজগাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করা যায় বলে উচ্চতর পরিসংখ্যানেও ভেদাংকের ব্যবহার ব্যাপকভাবে করা হয়।
vi. পণ্যের গুণগত মানের পার্থক্য কোন কারণ দ্বারা প্রভাবিত হচ্ছে তা নির্ণয়ে ভেদাংক বিশ্লেষণ ব্যবহৃত হয় ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরিসংখ্যানিক তথ্য বিশ্লেষণে ভেদাংক পরিমাপ অত্যাবশ্যক।