অথবা, ভেদাংক ও বিভেদাংকের বৈসাদৃশ্য লেখ।
অথবা, ভেদাংক ও বিভেদাংকের মধ্যে পার্থক্যসমূহ তুলে ধর।
অথবা, ভেদাংক ও বিভেদাংকের মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ কর।
উত্তর : ভূমিকা : বিস্তারের আপেক্ষিক পরিমাপকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত এককবিহীন পরিমাপক হচ্ছে ব্যবধানাংক বা বিভেদাংক। ব্যবধানাংক হলো আপেক্ষিক বিস্তার পরিমাপসমূহের মধ্যে সর্বাধিক ব্যবহৃত ও গুরুত্বপূর্ণ একটি পরিমাপ।
উপসংহার: সুতরাং বলা যায় যে, দু বা ততোধিক তথ্যসারির মধ্যে যার ব্যবধানাংক বেশি সে তথ্যসারির মানগুলো অসামঞ্জস্যতাপূর্ণ। আবার, যার ব্যবধানাংক কম যে তথ্যসারির মানগুলো সামঞ্জস্যতাপূর্ণ। অর্থাৎ কম ব্যবধানাংক সম্পন্ন তথ্যসারি বা নিবেশনটি অধিক গ্রহণযোগ্য।