উত্তর : সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর স্থলভাগ বা মাটিকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে ভূ-পৃষ্ঠসহ প্রকৃতির যেসব অবাধ দান উৎপাদনে সাহায্য করে তাদেরকে একত্রে ভূমি বলে। এ অর্থে ভূ-পৃষ্ঠে মাটি ও তার উর্বরতা, খনিজ দ্রব্য, বনজ সম্পদ, নদ-নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, জলবায়ু, বৃষ্টিপাত, সূর্যকিরণ, তাপ, অর্দ্রতা প্রভৃতি প্রকৃতির
সকল দানই ভূমি।
অধ্যাপক মার্শালের মতে “ভূমি বলতে জমিতে ও পানিতে, বাতাসে, আলোতে এবং তাপে মানুষের সাহায্যের জন্য যে সকল পদার্থ ও শক্তি প্রকৃতি মুক্ত হস্তে দান করেছে তাদের সবাইকে বুঝায়।” অর্থাৎ উৎপাদনের প্রথম ও মৌলিক উপকরণ হচ্ছে ভূমি যা একমাত্র অনায়াস লভ্য উপাদান।