ভারতীয় সমাজের বাইরে জাতি বর্ণ প্রথা সম্পর্কে সংক্ষেপে লেখ ।

অথবা, ভারতীয় সমাজের বাইরে জাতিবর্ণ প্রথা সম্পর্কে যা জান লেখ।
অথবা, ভারতীয় সমাজের বাইরে জাতিবর্ণ প্রথা বলতে কী বুঝ? বিশদভাবে
আলোচনা কর।
উত্তরঃ ভূমিকা :
জাতিবর্ণ ব্যবস্থা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের একটি সুকঠোর ব্যবস্থা। যখন কোন ব্যক্তি বা গোষ্ঠীকে উত্তরাধিকার সূত্রে বিচার করা হয় তখনই তাকে নির্দিষ্ট জাত বা জাতিবর্ণে অভিহিত করা হয়। জাতিবর্ণ প্রথা মূলত ভারতীয় সমাজকে কেন্দ্র করেই গড়ে উঠে। তবে ভারতীয় সমাজের বাইরেও জাতিবর্ণ প্রথা কিছুটা পরিলক্ষিত হয়। জাতিবর্ণ ব্যবস্থা দ্বারা সমাজে সামাজিক স্তরবিন্যাসের চিত্র সুস্পষ্টভাবে ফুটে উঠে।
ভারতীয় সমাজের বাইরে জাতিবর্ণ প্রথা (Custom of caste outside Indian society) : জাতিবর্ণ প্রথা কেবল ভারতীয় সমাজেই দেখা যায় তা নয়। ভারতীয় সমাজের বাইরেও এর অস্তিত্ব পরিলক্ষিত হয়। ভারতীয় সমাজের মতো আমেরিকান সমাজেও জাতিবর্ণ প্রথা লক্ষ্য করা যায়। G. DBerreman ১৯৬০ সালে প্রকাশিত আমেরিকান জার্নাল
অব সোসিওলজি [৬৬ : ১২০-২৭] তে ‘Caste in Indian and United States শীর্ষক এক প্রবন্ধে আমেরিকান সমাজের ‘জাতিবর্ণের’ উপর পরীক্ষা পরিচালনা করেন যেখানে আমেরিকান সমাজের নিগ্রো ও শ্বেতকায়দের মধ্যে নিচু ও উঁচু জাতিবর্ণের সম্পর্কের তুলনা করা হয়েছে। তবে Dumont বলেন, “আমেরিকার ক্ষেত্রে ঐ সম্পর্কের ভিত্তি হচ্ছে
সমতাবাদী মূল্যবোধ।” দক্ষিণ আফ্রিকার সমাজে জাতিবর্ণ প্রথা চিহ্নিত করতে গিয়ে ১৯৮০ সালে রবার্টসন দেখিয়েছেন যে, উক্ত সমাজেও শ্বেতকায় ও কৃষ্ণকায়দের যথাক্রমে উৎকৃষ্ট ও নিকৃষ্ট বলে অভিহিত করা হয়। ঐ সমাজে স্কুলের পাঠ্য বইয়েও জাতিবর্ণ প্রথা সম্পর্কে ধারণা প্রদান করা হয়। রবার্টসন সেখানকার School Text Book থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, “In sociology term South Africa is a caste society.” আমেরিকার সমাজের মতো তিব্বত, জাপান, কোরিয়া, পাকিস্তান ও বাংলাদেশেও জাতিবর্ণ প্রথা লক্ষ্য করা যায়। তবে এসব দেশের জাতিবর্ণ প্রথা ভারতীয় সমাজের মতো ততটা প্রকট নয়। সর্বোপরি বলা যায়, পৃথিবীর সবদেশেই জাতিবর্ণ প্রথা বিদ্যমান রয়েছে, তবে তা কোথাও বেশি আবার কোথাও কম মাত্রায় পরিলক্ষিত হয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, এ জাতিবর্ণ ব্যবস্থার ফলে

অনেক নিম্নবর্ণের লোকেরা সামাজিকভাবে হেয় ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের এ জাতিবর্ণ প্রথা বিরোধী মানসিকতা গড়ে তোলার মাধ্যমে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

https://topsuggestionbd.com/%e0%a6%b7%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/