ভারতীয় দর্শনে লোকায়ত দর্শন বলতে কী বুঝ?

অথবা, চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন?
অথবা, ভারতীয়, দর্শনে লোকায়ত শব্দ বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা :
জড়বাদ বলতে আমরা সেই দর্শনকেই বুঝে থাকি, যে মতবাদ অনুযায়ী অচেতন জড়েরই একমাত্র সত্তা আছে এবং এ জগতের প্রাণ ও মন এমনকি সবকিছুই জড় থেকে উদ্ভূত। চার্বাক দর্শন অতি প্রাচীন বেদ,

প্রাচীন বৌদ্ধ সাহিত্য এবং রামায়ণ ও মহাভারত মহাকাব্যে এ মতবাদের উল্লেখ পাওয়া যায়। তাই চার্বাক দর্শনই লোকায়েত দর্শন হিসেবে পরিচিত। ভারতীয় দর্শনে লোকায়েত দর্শন বা লোকায়েত শব্দ : ভারতীয় দর্শনসমূহের মধ্যে একমাত্র চার্বাকই বিশুদ্ধ জড়বাদী দর্শন। চার্বাক দর্শনের অপর নাম লোকায়েত দর্শন। জাগতিক সুখভোগই সাধারণ মানুষের কাম্য। সাধারণ মানুষের কামনা, চিন্তা ও ভাবধারা এ মতবাদের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে বলে এ দর্শনকে লোকায়েত দর্শন নামে আখ্যায়িত করা হয়। ‘লোকায়েত’ শব্দের অর্থ সাধারণ মানুষ, ইহজগৎ। লোকায়েত দর্শন বলতে সাধারণ মানুষের ইহজগৎভিত্তিক দর্শন বুঝায়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী লোকায়েত দর্শন সাধারণ মানুষের ইহজগৎভিত্তিক দর্শনকে বুঝায়। আবার কেউ কেউ মনে করেন, অনুসরগণকে ধ্বংস করার জন্য লোকপুত্র বৃহস্পতি তাদের মধ্যে এ ইন্দ্রিয় ভোগমূলক দর্শনের প্রচার
*করেন। এর ‘লোক’ এর নামানুসারে এ দর্শনের নাম লোকায়েত হয়েছে। ড. এস. রাধাকৃষ্ণ মনে করেন যে, লোকায়েত শব্দের অন্য অর্থ জড়বাদী এবং চার্বাকরা জড়বাদী ছিলেন বলে তারা লোকায়েত দর্শন নামে আখ্যায়িত হন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, চার্বাক দর্শন বা লোকায়েত দর্শন চরম প্রত্যক্ষবাদী ও সংশয়বাদী। চার্বাক দর্শন একটু বেশি উত্তেজনা প্রবণ এবং অসংযত ছিল বলে প্রচলিত মূল্যবোধ এবং পুরোহিত শ্রেণীকে আঘাত করে বলেই সম্ভবত এ দর্শন বেশি অনাদৃত হয়েছে। সুতরাং ভারতীয় দর্শনে লোকায়েত দর্শনের গুরুত্ব অত্যধিক।