অথবা, ভারতীয় দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ লিখ।
অথবা, ভারতীয় দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ সংক্ষেপে লিখ।
উত্তর৷ ভূমিকা : ভারতীয় দর্শন বলতে ভারতবর্ষের দর্শন চিন্তাকে বুঝায়। প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত ভারতবর্ষে যেসব চিন্তাধারা হয়েছে তাই ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য হলো তার সংশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি। ভারতীয় দর্শনের আলোচনার বৈশিষ্ট্যই এ দৃষ্টিভঙ্গির সূচনা করে। সুতরাং ভারতীয় দর্শন এক সুবিশাল পথ
অতিক্রম করে বর্তমান পর্যায়ে উপনীত হয়েছে।
ভারতীয় দর্শনের ক্রমবিকাশ : ইউরোপীয় দর্শনের ইতিহাস পাঠ করলে আমরা দেখি ঐ দেশের দার্শনিক সম্প্রদায়গুলো ক্রমিক পর্যায়ে আবির্ভূত হয়েছে। কোন একটি দার্শনিক সম্প্রদায়ের কিছুকাল প্রভাব বিস্তার করার পর আর একটি সম্প্রদায় আবির্ভূত হয়েছে। নতুন সম্প্রদায়ের প্রভাব বিস্তারের সাথে সাথে পুরাতন সম্প্রদায়ের প্রভাব ক্রমে ক্রমে কমে গেছে। কিন্তু ভারতীয় দর্শনের ইতিহাসে আমরা দেখি ভারতবর্ষের বিভিন্ন দার্শনিক সম্প্রদায় একই সাথে আবির্ভূত না হলেও একই সময়ে তারা তাদের প্রভাব বিস্তার করেছে। এর কারণ বোধ হয় এটাই যে, ভারতবর্ষে দর্শন মানবজীবনের অঙ্গীভূত ছিল। ভারতবর্ষে দর্শনের আবির্ভাব হয় প্রয়োজনের তাগিদে, দুঃখময় সংসারের সকল দুঃখ নিবৃত্তির জন্য। ভারতীয় দর্শনের উদ্দেশ্য হলো দূরদৃষ্টি ও অন্তর্দৃষ্টির সহায়তায় মহৎ ও উন্নত জীবনযাপন করা। আর অন্যান্য দর্শনের উদ্দেশ্য সেখানে বিস্ময়প্রসূত কৌতূহলের পরিতৃপ্তি সাধন করা। ভারতীয় দার্শনিকরা জীবন ও দর্শনের মধ্যে একটি নিগূঢ় সম্পর্ককে স্বীকার করে নিয়েছেন। তাই ভারতবর্ষে যে কোন দার্শনিক সম্প্রদায় আবির্ভূত হওয়ার সাথে সাথেই একদল লোক সে মতবাদকে মনেপ্রাণে গ্রহণ করে। এভাবে একটি দার্শনিক সম্প্রদায় যুগ যুগ ধরে তাদের চিন্তাধারাকে ভারতের বুকে স্থায়ী করে রেখেছেন। এ কারণেই এখনো ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন দার্শনিক মতবাদ প্রতিষ্ঠাতায় শিষ্য বা শিষ্যমণ্ডলীর মাধ্যমে বিরাজমান আছে। ভারতীয় দর্শনের উৎপত্তি সঠিকভাবে নির্ণয় করা না গেলেও বেদ যে ভারতীয় দর্শনের মূল এতে সন্দেহ নেই। বেদই ভারতীয় দর্শন এবং সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ। বেদ এবং উপনিষদকে কেন্দ্র করে ভারতবর্ষের অধিকাংশ দর্শন উদ্ভূত হয়েছে। বেদ ও উপনিষদের পর ছয়টি সূত্র দর্শনের আবির্ভাব হয়। যথা : সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত । এরা ভারতীয় দর্শন বা আস্তিক দর্শন নামেও খ্যাত।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভারতীয় দর্শন অতি প্রাচীন কাল থেকেই তার যাত্রা শুরু করেছে। খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে যখন গ্রিসে সক্রেটিস, প্লেটো, এরিস্টটলের যাত্রা শুরু হয়েছে তার অনেক আগেই ভারতীয় দর্শন যাত্রা শুরু করেছে। আর একথাও অস্বীকার করার উপায় নেই যে, ভারতীয় দর্শন বেদ ও উপনিষদকেই কেন্দ্র করে গড়ে উঠেছে ।