উত্তর : ভূমিকা : সুলতানি আমলে ধর্মীয় ক্ষেত্রে হিন্দু-মুসলিম সংহতির পরস্পর প্রভাব পরিলক্ষিত হয়। ইসলামের প্রভাবে একদিকে
হিন্দু সমাজের রক্ষণশীলতা ও জাতিভেদ প্রথা কঠোরতর হচ্ছিল । অন্যদিকে, এর প্রভাবে ‘ভক্তিবাদ’ নামক এক উদার ধর্মনীতির উদ্ভব
ঘটেছিল। সব ধর্মের সমতা, এক ঈশ্বরবাদে বিশ্বাস, ভক্তি ও প্রেমের মাধ্যমে ভগবৎ প্রাপ্তি প্রভৃতি মূলনীতির উপর প্রতিষ্ঠিত ভক্তিবাদ এ
সময়ে প্রসার লাভ করে। সুদীর্ঘ ইতিহাসে পরিবৃত্ত ভক্তিবাদ আন্দোলনের উৎস সম্পর্কে নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা করা হলো।
→ ভক্তিবাদ আন্দোলনের উৎস : ভক্তিবাদ আন্দোলনের ইতিহাস দীর্ঘদিনের। খ্রিস্টের জন্মের বহু বছর পূর্বে কোনো বহিঃপ্রভাব ছাড়াই ভারতের মাটিতে ভক্তিবাদের সৃষ্টি হয়েছিল বলে পণ্ডিতরা মনে করেন। দক্ষিণ ভারতের তামিল আলবার এবং মায়ার নামক সম্প্রদায় প্রশস্তি ও গল্পের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভক্তিবাদের প্রচার চালিয়ে যাচ্ছিলেন। তাদের বক্তব্য ছিল যে, ঈশ্বরের নিকট পৌঁছাতে হলে কোনো আড়ম্বর বা অনুষ্ঠানের
প্রয়োজন হয় না, একমাত্র প্রেম ও ভক্তির মাধ্যমে মানুষ ঈশ্বরের নিকট পৌছাতে সমর্থ হন। ভক্তিবাদের উৎস সম্পর্কে ঐতিহাসিকগণের মধ্যে মতভেদ আছে।
ভারতীয় অধ্যাপক আবিদ হোসেন, ড. ইউসুফ হোসেন বা প্রমুখ ব্যক্তির মতে, ভক্তিবাদের উৎস ছিল হিন্দুধর্মের উপর মুসলিম সংস্কৃতির প্রভাব।
→ আধুনিক ঐতিহাসিকদের মতে, “ভক্তিবাদ এবং গুরুবাদ উভয়ই ভারতের ধর্মীয় চেতনা হতে সৃষ্ট।” মূলত পনেরো ও ষোলো শতকে একদিকে যখন হিন্দু সমাজের জাতিভেদ প্রথার বিরুদ্ধে বিক্ষোভ দানা বেঁধে উঠেছিল,
তখন আবার সুফি সাধকদের সমতা ও ভ্রাতৃত্বের আদর্শ ধর্মীয় ক্ষেত্রে পরিবর্তন সূচনা করে। মানুষ তখন আর প্রচলিত ধর্মে
আস্থা রাখতে পারেনি। মানুষ এমন এক ধর্মের অনুসন্ধান করতে থাকে যা তাদের যুক্তি ও আবেগকে এক সূত্রে গাঁথবে। এ ধরনের
চিন্তা থেকেই ভক্তিবাদ আন্দোলনের জন্ম হয়। কবির, নামক, শ্রীচৈতন্য প্রভৃতি ব্যক্তি ছিলেন এধর্ম আন্দোলনের নায়ক।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বহু বছর পূর্বে কোনো বহিঃপ্রভাব ছাড়াই ভারতের মৃত্তিকাতে ভক্তিবাদের সৃষ্টি হয়েছিল। সময়ের প্রয়োজনে এ আন্দোলনের উদ্ভব হয়। এ আন্দোলনের মমূল শ্লোগান ছিল মানুষে-মানুষে ভেদাভেদ নয় সকলে সমান
অধিকার ও সমান মর্যাদার ভোগ করবে। সবাই তার নিজ স্থান থেকে ঈশ্বরকে ডাকতে পারবে। পনেরো ও ষোলো শতকে এ আন্দোলন রূপ লাভ করে। বাংলায় চৈতন্যদেবের কৃষ্ণ ভক্তিকেও ভক্তিবাদ আন্দোলনের অংশ বলে ধরা হয়