অথবা, উৎপত্তিগত অর্থে সমাজবিজ্ঞান কাকে বলে?
অথবা, ব্যুৎপত্তি অর্থে সমাজবিজ্ঞান বলতে কী বুঝ?
অথবা, ব্যুৎপত্তি অর্থে সমাজবিজ্ঞান কী?
উত্তর ভূমিকা : মানুষ সামাজিক জীব। মানুষ একা বাস করতে পারে না। সমাজেই মানুষের জন্ম, সমাজই তার লালনপালন করে। এজন্য মানুষ দলবদ্ধভাবে সমাজে বাস করে। আর এ সমাজকে নিয়েই আলোচনা করে সমাজবিজ্ঞান। তাই বলা হয়, সমাজবিজ্ঞান মানুষের সামাজিক ক্রিয়াকাণ্ডের বিজ্ঞান।
সমাজবিজ্ঞান : যে শাস্ত্র সমাজের মানুষের উৎপত্তি, ক্রমবিকাশ, আচার আচরণ, রীতিনীতি, ধ্যানধারণা প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করে তাকেই সমাজবিজ্ঞান বলে ।
শাব্দিক বিশেষণ : ল্যাটিন শব্দ ‘Socious’ এবং গ্রিক শব্দ ‘Logos’ এর সমন্বয়ে ইংরেজি ‘Sociology’ শব্দের উৎপত্তি। ‘Socious’ শব্দের অর্থ হচ্ছে সমাজ, আর ‘Logos’ শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন বা বিজ্ঞান। সুতরাং বুৎপত্তিগত অর্থে Sociology বা সমাজবিজ্ঞানের অর্থ হচ্ছে Science of society বা সমাজের বিজ্ঞান ।
প্রামাণ্য সংজ্ঞা : সমাজবিজ্ঞানকে বিভিন্ন মনীষী তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে কয়েকটি উলেখযোগ্য সংজ্ঞা প্রদান করা হলো :
এমিল ডুরখেইম (Emile Durkheim) এর মতে, “সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান।” (Sociology it the science of institution.) লেস্টা ফ্রাংক ওয়ার্ড এবং ডবিউ জি. সানার (Lester Farmank Word D. W. G Samner) এর মতে,“সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান বা সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান।” (Sociology is the science of society or of phenomena.) ডেভিড ড্রেসলার (David Dressler) বলেন, “সমাজবিজ্ঞান হচ্ছে মানুষের পারস্পরিক ক্রিয়ার বিজ্ঞানসম্মত অধ্যয়ন।” (Sociology is the scientific study of human interaction.) এফ. এইচ গিডিংস (F. H. Giddings) তাঁর ‘Principles of Sociology’ গ্রন্থে বলেন, “সমাজবিজ্ঞান মানুষের মানসিক সংযোগের বিজ্ঞান।” (Sociology is the science of association of human minds.)
অগবার্ন ও নিমকফ (Ogburn & Nimcoff) তাদের ‘A Handbook of Sociology’ গ্রন্থে বলেন, “সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক জীবনের বৈজ্ঞানিক অধ্যয়ন।” (Sociology as the Scientific study of social life)
আর. এম ম্যাকাইভার (R.M. MacIver) এর মতে, “সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে পাঠদান করে।” (Sociology alone studies social relationships themselves and society itself.) প্রখ্যাত সমাজবিজ্ঞানী হাবিবুর রহমান (Habibur Rahman) বলেন, “সমাজবিজ্ঞান সমাজ এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক বিশেষণ ওপর্যালোচনা।” (Sociology is the scientific study and analysis of
society and social relationship.)
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায়, সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের গঠনপ্রণালী এবং পরিবর্তনশীল সমাজকাঠামো সম্পর্কে কার্যকারণ সম্পর্কভিত্তিক পাঠ তথা বিজ্ঞানভিত্তিক বিশেষণ।