Download Our App

ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? অথবা, ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বুঝ?

উত্তর : ব্যাটিক অর্থনীতি ব্যষ্টিক শব্দটির ইংরেজী প্রতিশব্দ হল ‘Micro’। Micro শব্দটি এসেছে প্রাচীন গ্রীক শব্দ Mikros’ থেকে। “Micro’ শব্দের অর্থ হল ক্ষুদ্র বা আংশিক। কাজেই শব্দগত অর্থের দিক থেকে বলা যায় যে, অর্থনীতির যে শাখায় স্বতন্দ্র বা একক বিষয় এবং কার্যাবলি নিয়ে আলোচনা করে তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়।

নিম্নে বিভিন্ন অর্থনীতিবিদগণের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলোঃ-

অর্থনীতিবিদ K.E Boulding এর মতে, “ব্যষ্টিক অর্থনীতি এক একটি ফার্ম, প্রত্যেক পরিবার, প্রত্যেকটি দ্রব্যের দাম, মজুরী, আয় প্রত্যকটি শিল্প এবং প্রত্যেক দ্রব্য সম্পর্কে পৃথকভাবে আলোচনা করে।”

অধ্যাপক হেন্ডারসন এবং কুয়ন্ট এর ভাষায়, “ব্যষ্টিক অর্থনীতি হল ব্যক্তির এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের অর্থনৈতিক
কার্যকলাপের আলোচনা।”

অধ্যাপক মরিস ডৰ এর মতে, “অর্থনীতি আণুবীক্ষণিক অবলোকন ও বিশ্লেষণকে ব্যষ্টিক অর্থনীতি বলে।” পৃথক সংক্ষেপে বলা যায় যে, অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশ বা এককের অর্থনৈতিক আচরণ ও কার্যকলাপ পৃথকভাবে আলোচনা করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়।