অথবা, সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে ব্যক্তি সমাজকর্মের গৃহীত পদক্ষেপগুলোর
পারস্পরিক সম্পর্ক দেখাও।
অথবা, সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে ব্যক্তি সমাজকর্মের গৃহীত পদক্ষেপগুলোর আন্তঃসম্পর্ক আলোচনা কর।
উত্তর৷৷ ভূমিকা : ব্যক্তি সমাজকর্ম ব্যক্তির সমস্যাকে প্রাধান্য দিয়ে থাকে, তার সমস্যাকে পর্যবেক্ষণ করে সে আলোকে সমাধান দেয়ার জন্য তৎপর থাকে। বিজ্ঞানভিত্তিক যে প্রক্রিয়া অনুসরণ করে সমস্যা সমাধানে মক্কেলকে সহায়তা করা হয় তাই ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়।
ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান পদ্ধতির বিভিন্ন পদক্ষেপের মধ্যকার পারস্পরিক সম্পর্ক :
ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার সহায়ক ও মৌল পদক্ষেপগুলো পৃথকভাবে আলোচনা করা হলেও এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান।
১. ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার সাফল্য ও কার্যকারিতা নির্ভর করে এই বিভিন্ন স্তরের কার্যক্রম বা পদক্ষেপগুলোর সফল বাস্তবায়নের উপর।
- এ পদক্ষেপগুলোর ঘাতিক কার্যক্রম একটি অন্যটির উপর নির্ভরশীল। যার ফলে কোন স্তরের ব্যর্থতা তার পরবর্তী কার্যক্রম নেতিবাচক প্রভাব ফেলে।
৩. বাস্তব প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় যুগপৎভাবে সবগুলো পদক্ষেপ একসঙ্গে গ্রহণ করা হয়। যেমন আত্মহত্যাপ্রবণ ব্যক্তির সমস্যা সমাধানে সাহায্য করার জন্য প্রারম্ভিক পর্যায়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে
হয়। অনেক সময় প্রথম স্তরেই শেষ স্তরের কার্য সমাধা করতে হয়।
৪. এসব পদক্ষেপগুলোর পারস্পরিক সম্পর্কের যথাযথ প্রয়োগ ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ার চূড়ান্ত লক্ষ্যে উপনীত হয়।
তাই বলা যায় যে, সার্বিক সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ বা স্তর বিশেষ গুরুত্বের দাবি রাখে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, ব্যক্তি সমাজকর্ম সমস্যাগ্রস্ত মানুষকে সমস্যা সমাধানে সক্ষমকারী পদ্ধতির সমস্যা সমাধানের বিভিন্ন পদক্ষেপগুলো সমস্যার বিভিন্ন পর্যায়ে গ্রহণ করা হয়। এদের যথাযথ
প্রয়োগের উপর সমস্যা সমাধান কার্যক্রম নির্ভরশীল। পদক্ষেপগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। যার ফলে একটা ব্যতিরেকে অন্যটি সফলভাবে সম্পন্ন করা যায় না। তাই সার্বিক সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রতিটি স্তর বা পদক্ষেপ গুরুত্বের দাবি রাখে।