অথবা, ব্যক্তি সমাজকর্ম কী? ব্যক্তি সমাজকর্মের উপাদানসমূহ কী কী? উপাদানসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
অথবা, ব্যক্তি সমাজকর্ম কাকে বলে? ব্যক্তি সমাজকর্মের মানদণ্ডগুলো কী কী?
মানদণ্ডসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : শিল্পবিপ্লবোত্তর সমাজের মানুষের বহুমুখী মনোসামাজিক সমস্যাকে কেন্দ্র করে আধুনিক সমাজকল্যাণ বা পেশাদার সমাজকর্মের বিকাশ ঘটে। আর পেশাদার সমাজকর্মের সূত্রপাত মূলত ব্যক্তির একান্ত ব্যক্তিগত, `মনোসামাজিক সমস্যাকে ঘিরে। ব্যক্তির এ সমস্যা মোকাবিলার লক্ষ্যে সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের উদ্ভব, বিকাশ ও অনুশীলন হয়। বিভিন্ন মনীষী ব্যক্তি সমাজকর্মকে তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গির আলোকে সংজ্ঞায়িত করেছেন।
ব্যক্তি সমাজকর্মের উপাদান : সমাজকর্মের অন্যান্য পদ্ধতির মত ব্যক্তি সমাজকর্মের কতিপয় উপাদান রয়েছে। যেসব উপাদানকে কেন্দ্র করে ব্যক্তি সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ/অনুশীলন/পরিচালনা করা হয়, সেসব উপাদান বা উপকরণকে ব্যক্তি সমাজকর্মের উপাদান বলা হয়। ব্যক্তি সমাজকর্মের উপাদান সম্পর্কে H. H. Perlman এর বক্তব্যে
একটি সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। তিনি বলেছেন, “A person with problem comes to a place where a professional representative helps him by a given process.” পার্লম্যানের এ বক্তব্যকে বিশ্লেষণ করলে ব্যক্তি সমাজকর্মের মোট পাঁচটি উপাদান পাওয়া যায় এবং এ উপাদানগুলোই বর্তমান ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে
পরিচিত। উপাদানগুলো হলো :
১. ব্যক্তি (Person),
২. সমস্যা (Problem),
৩. স্থান (Place),
- পেশাগত প্রতিনিধি (Professional representative),
৫. প্রক্রিয়া (Process), সংক্ষেপে একে 5-Ps ও বলা হয়।
১. ব্যক্তি (Person) : ব্যক্তি বলতে এখানে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে (সাহায্যপ্রার্থীকে) বুঝানো হয়েছে। যে নিজে নিজের সামর্থ্য ও দূরদর্শিতা দ্বারা সমস্যা সমাধানে অক্ষম।
২. সমস্যা (Problem) : সমস্যা হলো এক ধরনের প্রতিবন্ধকতা বা অসুবিধা। যা ব্যক্তিকে (সাহায্যপ্রার্থীকে) আক্রান্ত করেছে এবং ব্যক্তির অভ্যন্তরে এক ধরনের পীড়নমূলক অবস্থা সৃষ্টি করেছে।
৩. স্থান (Place) : স্থান বলতে এখানে পেশাগত সেবাদানের জন্য নিয়োজিত প্রতিষ্ঠানকে বুঝানো হয়। সেখানে বসে সমাজকর্মী সাহায্যপ্রার্থীকে বস্তুগত ও অবস্তুগত সাহায্য ও সহায়তা দিয়ে থাকেন।
৪. পেশাগত প্রতিনিধি (Professional representative) : পেশাগত আর কেউ নন, তিনি হলেন সমাজকর্মী। যিনি কোন প্রতিষ্ঠানের অধীনে একজন পেশাদার প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
৫. প্রক্রিয়া (Process) : প্রক্রিয়া হলো কতকগুলো ধারাবাহিক কার্যক্রম যা প্রয়োগের মাধ্যমে ব্যক্তি সমাজকর্মী ব্যক্তিকে সমস্যা মোকাবিলায় সক্ষম করার প্রচেষ্টা চালান।
উপসংহার : উপরিউক্ত আলোচনা থেকে একথা বলা যায়, ব্যক্তি সমাজকর্ম ব্যক্তির মনোসামাজিক সমস্যা মোকাবিলায় নিয়োজিত একটি পদ্ধতি। এ পদ্ধতির রয়েছে সুনির্দিষ্ট কিছু উপাদান। সেবাদান প্রক্রিয়ায় এসব উপাদানগুলোর পারস্পরিক সম্পর্কের সাথে প্রভাব বিদ্যমান। যে কোন সেবাদান প্রক্রিয়ায় এসব উপাদানসমূহের গুরুত্ব
নির্ধারণ করে পারস্পরিক সম্পর্ক যোগ্যতা ও দক্ষতার সাথে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে ব্যক্তি সমাজকর্মের লক্ষ্যার্জন সহজতর করা সম্ভব বলে আমাদের বিশ্বাস।