অথবা, ব্যক্তিগত চাহিদা রেখা থেকে বাজার চাহিদা রেখা অংকনের প্রক্রিয়া চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: সমাজে অসংখ্য ব্যক্তি বসবাস করে। বিভিন্ন ব্যক্তির স্বতন্ত্র চাহিদা থাকে। ব্যক্তিবর্গের স্বতন্ত্র চাহিদার সমন্বয়ে বাজার চাহিদা সৃষ্টি হয়। কাজেই বলা যায়, ব্যক্তিগত চাহিদা সূচি যোগ করে বাজার চাহিদা সূচি পাওয়া যায়। তেমনি বিভিন্ন ভোক্তার ব্যক্তিগত চাহিদা রেখাগুলো যোগ করে বাজার চাহিদা অঙ্কন করা যায়। নিম্নে ব্যক্তিগত চাহিদা রেখা থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করা হলঃ
উপরের চিত্র থেকে বলা যায় যে, ১ নং চিত্রে OP, দামে X, ভোক্তার চাহিদার পরিমাণ PA। ২নং চিত্রে OP, দামে x₂ ভোক্তার চাহিদার পরিমাণ P,B, ।অতএব বাজার চাহিদা P, A, P, B, P, C, যা ৩ নং চিত্রে দেখানো হয়েছে। একই ভাবে OP, দামে বাজার চাহিদা P, A + PB, P, C,। সুতরাং C, C, বিন্দু দুটির ভিতর দিয়ে অংঙ্কিত রেখাই হল বাজার চাহিদা রেখা। এমনিভাবে ব্যক্তিগত চাহিদা রেখাগুলোকে পাশাপাশি যোগ করে চাহিদা রেখা অঙ্কন করা যায়।