অথবা, দাম বৈষম্যকরণ কি?
উত্তর: অর্থনীতিতে বাজার একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে বাজারে কোন দ্রব্যের যোগান নিয়ন্ত্রণে একটিমাত্র উৎপাদক প্রতিষ্ঠান বা একজন মাত্র বিক্রেতা, কাজ করে, তাকে বলা হয় একচেটিয়া বাজার বা কারবার। আর একচেটিয়া কারবারের একটি শাখা হল বৈষম্যমূলক একচেটিয়া বা দামনীতি।
বৈষম্যমূলক একচেটিয়ার সংজ্ঞা: বৈষম্যমূলক একচেটিয়া কারবার বলতে একই দ্রব্য একজন বিক্রেতা কর্তৃক বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে বিক্রয় করা বুঝায়।
একচেটিয়া কারবারির মুখ্য উদ্দেশ্য হল সর্বোচ্চ মুনাফা অর্জন। এই উদ্দেশ্য সফল করার জন্য উৎপাদনকারি তার উৎপাদিত পণ্যসমূহ এক এক ভোক্তার কাছে ভিন্ন ভিন্ন দামে বিক্রয়ের চেষ্টা করে। যখন একচেটিয়া কারবারি এরুপ সম ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয় তখনই বৈষম্যমূলক একচেটিয়া কারবারির উৎপত্তি হয়। একচেটিয়া কারবারি দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং সে ইচ্ছা করলে বিভিন্ন বাজারে কিংবা বিভিন্ন ব্যক্তির নিকট এরই জিনিস বিভিন্ন দামে বিক্রি করতে পারে। একচেটিয়া কারবারি যদি একই পণ্য বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি করে,
তবে তাকে দাম বৈষম্যকরণ এবং এরূপ একচেটিয়া কারবার (Discriminating Monopoly) বলে। কোন একটি দ্রব্যের উৎপাদন ও যোগানের উপর একচেটিয়া কারবারির সর্বময় কর্তৃত্ব থাকে বলে তার পক্ষে দাম বৈষম্যকরণ সম্ভব হয়।
প্রামাণ্য সংজ্ঞা: অর্থনীতিবিদগণ অর্থনীতির ভাষায় সংজ্ঞায়িত করেছেন।
The penguin dictionary of Economics-এ বৈষম্যমূলক একচেটিয়া সংজ্ঞায় Graham Bannock বলেন, “একই দ্রব্য বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে বিক্রি করাকে বুঝায়।” (A Monopoly that charges different prices for the same product to different Consumers.”)
সুতরাং কোন একচেটিয়া কারবার্গর একই দ্রব্য বিভিন্ন বাজারে বিভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে বিক্রি করলে তাকে বৈষম্যমূলক একচেটিয়া কারবার বলে।