বৈদেশিক মুদ্রা বলতে কী বুঝ?

অথবা,বৈদেশিক মুদ্রা কী?
অথবা, বৈদেশিক মুদ্রার সংজ্ঞা দাও।
অথবা, বৈদেশিক মুদ্রা কাকে বলে?
উত্তর৷ ভূমিকা :
প্রবাসীদের পাঠানো অর্থ প্রতিটি উন্নয়নশীল দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল গরিব দেশের জন্য প্রবাসীদের পাঠানো অর্থের ভূমিকা অপরিসীম। বিশ্বের ৩০ টিরও অধিক
দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে অর্থ প্রেরণ করে থাকেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৪ মিলিয়ন বাংলাদেশি প্রবাস জীবনযাপন করছেন। বৈদেশিক মুদ্রা প্রেরণের ক্ষেত্রে সৌদি আরব শীর্ষে। এর পরেই কুয়েত, আমেরিকা, আরব আমিরাত, যুক্তরাজ্য, ওমান, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর ইত্যাদি দেশসমূহ রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ব্যতীত অন্যান্য দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও জাপানে বাংলাদেশিরা অতিথি শ্রমিক হিসেবে পরিগণিত হয়। অতিথি শ্রমিকরা অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরিতে বিদেশ যায়। সেখানে স্থায়ী বসবাসের সম্ভাবনা খুবই কম। যেহেতু তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তাই তারা যতটা সম্ভব আয় করে দেশে পাঠায় সুখী, সুন্দর ভবিষ্যতের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে প্রবাসীরা ইমিগ্রান্ট ও পরবর্তীতে সিটিজেন হতে পারে সেজন্য বাংলাদেশে তাদের বৈদেশিক মুদ্রা পাঠানোর মাত্রা তুলনামূলকভাবে কম। এতদসত্ত্বেও বর্তমানে যুক্তরাষ্ট্রে ওপি ওয়ান ও ডিভি ওয়ান এর আওতায় প্রচুর প্রবাসী বাংলাদেশি অর্থ উপার্জন করে তাদের কষ্টার্জিত ডলার দেশে পাঠাচ্ছে। প্রবাসীদের প্রেরিত অর্থের দুটি প্রত্যক্ষ উপকারিতা উলেখ করা যেতে পারে। যেমন-
১. এ টাকা দেশে তাদের আত্মীয়স্বজন ও প্রিয়জনের আয় ও সঞ্চয় বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে।
২.এ অর্থ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় আর সে সাথে অর্থনৈতিক কাঠামো হয় বলিষ্ঠ। প্রবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রা দ্বারা দেশ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে পারে ও শিল্পকারখানা স্থাপন করতে পারে যাতে করে সৃষ্ট কর্মসংস্থানের জন্য বেকার সমস্যা অনেকটা লাঘব হতে পারে। এতে আর্থসামাজিক জীবনের উন্নতি ঘটে। কাজেই বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতির বুনিয়াদ সুদৃঢ় করতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের কোন বাড়তি খরচ করতে হয় না, সুদ দিতে হয় না এবং এ অর্থ কোন দিন ফেরতও দিতে হবে না। এর চেয়ে মূল্যবান সম্পদ আর কিছু হতে পারে না। তাই প্রবাসী বাংলাদেশিরা আমাদের সবেচেয় বড় সম্পদ। এ সম্পদের যত্ন নেয়া আমাদের একান্ত প্রয়োজন।
উপসংহার : পরিশেষে বলা যায়, প্রবাসীদের পাঠানো অর্থই বৈদেশিক মুদ্রা। বৈদেশিক উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/