অথবা, বেসামরিকীকরণ বলতে কী বুঝায়?
উত্তর৷ ভূমিকা : সামরিক বাহিনী অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর প্রধানত তারা ক্ষমতা বৈধকরণের জন্য বেসামরিকীকরণ প্রক্রিয়া গ্রহণ করে। মূলত সামরিক বাহিনী ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে তারা এ পদক্ষেপ গ্রহণ করে।
বেসামরিকীকরণ প্রক্রিয়া : সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর জনসমর্থন আদায়ের মাধ্যমে ক্ষমতাকে সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী করতে চায়। আর এ লক্ষ্যে রাজনৈতিক দল গঠন, নির্বাচন অনুষ্ঠান প্রভৃতি গণতান্ত্রিক কর্মসূচির প্রতি মনোযোগী হয়। মূলত বিভিন্ন গণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সামরিক শাসনকে বেসামরিক বা বৈধ শাসনে রূপান্তরিত করার
প্রচেষ্টাকে বেসামরিকীকরণ প্রক্রিয়া বলে।
অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেমের মতানুসারে : “Civilianization of military rule is a process by which the military rulers facilitate people’s participation in the national politics and administration through civil structures and activities.”
অধ্যাপক বেনিনের মতে, “ক্ষমতা দখলের পর শুরুর দিকে সামরিক বাহিনী নিজেদেরকে প্রগতিশীল, নিরপেক্ষ এবং দেশপ্রেমিক অভিভাবক হিসেবে প্রচার করে বৈধতার সংকট নিরসনে সচেষ্ট হয়।” পর্যায়ক্রমে তাদের সামরিক শাসককে বৈধ করার জন্য সাধারণত সামরিক সরকার দুটি পদ্ধতি গ্রহণ করে।
প্রথমত, জাতীয় নির্বাচন অনুষ্ঠান।
দ্বিতীয়ত, প্রতিষ্ঠান বা দল গঠন, মূলত এ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে সামরিক বাহিনী সামরিক শাসনকে বেসামরিকীকরণ করে থাকে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বেসামরিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা সামরিক শাসকের কর্তৃত্বকে বৈধতা দান করে এবং জাতীয় রাজনীতিতে প্রশাসনে জনগণের অংশগ্রহণের পথ সুগম হয়।