বিশ্বব্যবস্থা তত্ত্ব বলতে কী বুঝ?

অথবা, বিশ্বব্যবস্থা তত্ত্বের সংজ্ঞা দাও ।
অথবা, বিশ্বব্যবস্থা তত্ত্ব কী?
অথবা, বিশ্বব্যবস্থা তত্ত্ব কাকে বলে?
উত্তর৷ ভূমিকা :
বিংশ শতাব্দীতে সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিতে বিভিন্ন ধরনের চিন্তাচেতনা, মতবাদ বা তত্ত্বের উদ্ভব ঘটে। বিশ্বব্যবস্থা তত্ত্ব এমন একটি তত্ত্ব যা সমসাময়িক সমাজ ও রাষ্ট্রকে বিশ্লেষণে সক্ষম ছিল। বস্তুত বিগত শতাব্দীর ৮০ এর দশকে প্রচণ্ড প্রভাবশালী প্যারাডাইম হলো বিশ্বব্যবস্থা তত্ত্ব। এ তত্ত্বের অন্যতম প্রবক্তা হলেন ইম্যানুয়েল ওয়ালার স্টাইন । তবে এ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন, সমির আমিন, এ জি ফ্রাংক প্রমুখ উল্লেখযোগ্য।
বিশ্বব্যবস্থা তত্ত্ব (World system theory) : বিশ্বব্যবস্থা তত্ত্ব একটি সমন্বিত তত্ত্ব, যেখানে অনেকগুলো একক একত্রে কাজ করে। আর এ এককসমূহ পরস্পর সংযুক্ত এবং একে অপরের সহযোগী। বস্তুত ইতিহাসে দুই ধরনের সমাজব্যবস্থা লক্ষ্য করা যায়। প্রথমটি হলো ক্ষুদ্র সমাজব্যবস্থা যার মধ্যে সাদৃশ্য শ্রম বিভাজন এবং সাধারণ সংস্কৃতিক নকশা বিরাজ করে। আর দ্বিতীয় ধরনের সমাজব্যবস্থা হচ্ছে বিশ্বব্যবস্থা। এ ব্যবস্থায় সাধারণত শ্রম বিভাজন এবং একাধিক সাংস্কৃতিক নকশা বিরাজ করে। বিশ্বব্যবস্থার বিস্তৃতি এবং স্থায়িত্ব অনেক বেশি। বিশ্বব্যবস্থার প্রকরণ দুটি। যথা : i. বিশ্ব সাম্রাজ্য, ii. বিশ্ব অর্থনীতি।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, তাত্ত্বিক ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বব্যবস্থা তত্ত্বকে সংজ্ঞায়িত করেন । নিম্নে তাঁদের কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো :
উন্নয়ন সমাজবিজ্ঞানী সমির আমিন (Samir Amin) এর মতে, “নয়া মার্কসবাদী দৃষ্টিকোণ থেকে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা উন্নয়ন অভিজ্ঞতাকে ব্যবহার করে যে একটি স্বতন্ত্র তত্ত্ব চিন্তাধারা গড়ে উঠেছে সেটিই হচ্ছে বিশ্বব্যবস্থা তত্ত্ব।” ইম্যানুয়েল ওয়ালারস্টেইন (Immanuel Waller Stein) তাঁর বিখ্যাত গ্রন্থ ‘The Modern World System’ এ বিশ্বব্যবস্থা তত্ত্ব এমন একটি সমাজব্যবস্থা, এমন একটি সত্তা যেখানে আছে কেবল একটি শ্রম বিভাজন এবং বহু সাংস্কৃতিক ব্যবস্থা। তাছাড়া তাঁর এ বিশ্বব্যবস্থা তত্ত্বটি বিশ্ব বাণিজ্য, পণ্যের লেনদেন ও বিতরণের উপর নির্ভরশীল।”
আন্দ্রে গুন্ডার ফ্রাংক (Andre Gunder Frank) এর মতে, “নির্ভরশীলতা এবং বিশ্বব্যবস্থা তত্ত্ব আলাদা কোন বিষয় নয়। নির্ভরশীলতা এবং উন্নয়ন ধনতান্ত্রিক বিশ্বব্যবস্থার সাথে যুক্ত। বস্তুত ধনতান্ত্রিক বিশ্বব্যবস্থার প্রসারের মধ্য দিয়ে নির্ভরশীলতা সৃষ্টি হয়।”
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপেক্ষিতে বলা যায় যে, বিশ্বব্যবস্থা তত্ত্ব একটি সমন্বয়িত তত্ত্ব। যেখানে অনেকগুলো একক একত্রে কাজ করে। এ বিশ্বব্যবস্থা তত্ত্বের অন্যতম প্রবক্তা হলেন আন্দ্রে গুণ্ডার ফ্রাংক। তিনি বলেন, নির্ভরশীলতা ও বিশ্বব্যবস্থা আলাদা কোন বিষয় নয়। নির্ভরশীলতা এবং উন্নয়ন ধনতান্ত্রিক বিশ্বব্যবস্থার সাথে যুক্ত। বস্তু ধনতান্ত্রিক বিশ্বব্যবস্থা প্রসারের মধ্য দিয়ে নির্ভরশীলতার সৃষ্টি হয়।