বিবাহের শর্তসমূহ উল্লেখ কর।

বিবাহের শর্তসমূহ উল্লেখ কর।
অথবা, বিবাহের পূর্বশর্তসমূহ কী? আলোচনা কর।
অথবা, বিবাহের শর্তগুলো তুলে ধর।
অথবা, বিবাহের শর্তসমূহ কী কী?
উত্তর ভূমিকা : নারী পুরুষকে যখন একত্রে বাস করার সামাজিক স্বীকৃতি দেয়া হয় তখন তাকে বিবাহ বলা হয়। অন্যভাবে বলা যায়, বিবাহ হলো বয়োপ্রাপ্ত একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে সম্পাদিত এমন একটি চুক্তি যার ফলে তারা একত্রে বসবাস করার, পরিবার গঠনের, সন্তান জন্মদানের একটি আইনগত ও সামাজিক সম্মতি লাভ করে ।
বিবাহের শর্ত : বিবাহ কতিপয় শর্তের ভিত্তিতে সম্পাদিত হয়। নিম্নে শর্তসমূহ উল্লেখ করা হলো :
১. বয়োপ্রাপ্ত হওয়া : বিবাহের প্রধান শর্ত বয়োপ্রাপ্ত হওয়া। পাত্রী বা মেয়েকে কমপক্ষে ১৮ বছর এবং পাত্র বা ছেলেকে কমপক্ষে ২১ বছর হওয়া বিবাহের অন্যতম শর্ত। অর্থাৎ অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে বিবাহ অনুষ্ঠিত হতে পারে না। আমাদের সমাজে বাল্যবিবাহ নিষিদ্ধ।
২. প্রস্তাব পেশ : বিবাহের আরেকটি শর্ত হলো বিবাহের প্রস্তাব পেশ করা। এক পক্ষ অন্য পক্ষের কাছে বিবাহের প্রস্তাব পেশ করবে।
৩. সম্মতি প্রদান : বিবাহের প্রস্তাবে বর কনে উভয় পক্ষের সম্মতি থাকতে হবে।
৪. সাক্ষী থাকা : বিবাহে সাক্ষী থাকবে। বিবাহ অনুষ্ঠানকালে প্রস্তাব বা অন্যান্য উচ্চারিত শব্দাবলি অবশ্যই সুস্পষ্ট হতে হবে।
৫. একই বৈঠক : প্রস্তাব এবং এর গ্রহণ একই বৈঠকে উচ্চারিত হতে হবে। –
উপসংহার : পরিশেষে বলা যায়, এটা লক্ষ্য রাখতে হবে যে, পাত্র অবশ্যই স্ত্রী এবং তাদের সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেবার উপযুক্ত হবে।