অথবা, বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে?
উত্তর: ভূমিকা : পৃথিবীর সর্বত্র আজ নাগরিক অধিকার পদদলিত, আইনের বৈষম্য বিদ্যমান। এর মূল কারণ হলো বিচার বিভাগের দুর্বলতা। বিচার বিভাগকে কার্যকর করতে হলে দরকার বিচার বিভাগের স্বাধীনতা পৃথিবীর সর্বত্র
যারা একটি দাবি স্বাধীন বিচার বিভাগের স্বাধীনতা সাধারণভাবে আমরা বলতে পারি, বিচার বিভাগ যদি অন্য সকল বিভাগের প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারে তাহলে তাকে স্বাধীন বিচার বিভাগ বলা যায় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে বিচার বিভাগের স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন।
অধ্যাপক গানীয়ের মতে, “If the judges wisdom probity and freedom of decision. The high purpose for which the judiciary is established cannot be secured” লর্ড ব্রাইস এর মতে, “কোন দেশের সরকারের কর্তৃত্ব পরিমাপ করার সর্বোত্তম মাপকাঠি হচ্ছে তার বিচার বিভাগের দক্ষতা ও যোগাত।”
কেন্ট এর ভাষায়, “বিচার বিভাগের স্বাধীনতা লাভে বিচার বিভাগের প্রভাবযুক্ত ও নিরপেক্ষতাকে বুঝায়।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি, বিচার বিভাগ যদি অন্য সকল বিভাগ হতে প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে তাকে বিচার বিভাগীয় স্বাধীনতা বলা যায়।