বিচার বিভাগের কার্যাবলি কী কী?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, বিচার বিভাগ কী কী কার্যসম্পাদন করে?
অথবা, বিচার বিভাগের কার্যাবলি উল্লেখ কর।

উত্তরঃ ভূমিকা : সরকারের তিনটি বিভাগের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। আইনের ব্যাখ্যা, বিবাদ মীমাংসা অধিকারগুলোকে বাস্তবে কার্যকর করা প্রভৃতি দায়িত্ব বিচার বিভাগকেই সমাধান করতে হয়। তাই বিচার বিভাগ ছাড়া সভ্য সমাজের কথা কল্পনা করা যায় না। প্রকৃতপক্ষে, বিচার বিভাগ হলো কোন রাষ্ট্রের মৌল শক্তি। যাকে বাদ দিয়ে রাষ্ট্রের কথা কল্পনাতীত।

বিচার বিভাগের কার্যাবলি নিয়ে বিচার বিভাগের কার্যাবলি আলোচনা করা হলো :

১. বিচার করা: বিচার বিভাগের প্রধান কাজ হলো বিচার করা। প্রচলিত আইন অনুসারে অপরাধীদের বিচার করা এবং শাস্তির বিধান করা বিচার বিভাগের অন্যতম কাজ। বিচারকগণ প্রচলিত আইন অনুযায়ী ন্যায়নীতির ভিত্তিতে বিচার করে থাকেন।

২. ব্যক্তিস্বাধীনতা রক্ষা : বিচার বিভাগ গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা রক্ষার ব্যবস্থা করে থাকে। ব্যক্তির
মৌল অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য বিচার বিভাগ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে থাকে

৩. সংবিধানের ব্যাখ্যা : সংবিধান ব্যাখ্যার মাধ্যমে বিচার বিভাগ যে কোন আইনের বৈধতা যাচাই করতে পারে। সংবিধান লঙ্ঘিত হলে সে আইন বাতিল এবং সংবিধান লঙ্ঘিত না হলে সে আইন প্রয়োগ করা হয়: এং এ বৈধতা যাচাই বিচার বিভাগের উপর নাস্ত।

৪. শাসন বিভাগকে পরামর্শ দান : অনেক দেশে বিচার বিভাগ শাসন বিভাগকে কোন কোন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। ভারতবর্ষে রাষ্ট্রপতি প্রয়োজনবোধে কোন আইন বা তথ্য সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট বিষয়ে তার মতামত রাষ্ট্রপতিকে জানায়।

৫. মৌলিক অধিকার সংরক্ষণ : অধিকাংশ ক্ষেত্রে সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকার সংরক্ষণের ভার আদালতের উপর ন্যস্ত থাকে। এ উদ্দেশ্যে আদালত বিভিন্ন প্রকার নির্দেশ জারি করে থাকে। এছাড়া আইন বিভাগ ও শাসন বিভাগের অন্যায় হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করে।

উপসংহার: আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি, বিচার বিভাগ হলো ব্যক্তিস্বাধীনতা রক্ষার অতন্দ্রপহরী। অ্যারে স্তি প্রদান ও নির্দোষ ব্যক্তিকে অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম।