বিকল্প শর্ত হিসেবে ঘটনা সময়ক্রম বলতে কী বুঝ?

অথবা, বিকল্প শর্ত হিসেবে ঘটনা সময়ক্রম সম্পর্কে লিখ।
অথবা, বিকল্প শর্ত হিসেবে ঘটনা সময়ক্রম কী?
অথবা, বিকল্প শর্ত হিসেবে ঘটনা সময়ক্রম কাকে বলে?
উত্তর।। ভূমিকা : প্রত্যেক বিজ্ঞানেই নিজস্ব বিষয়বস্তুর আঙ্গিকে তার অনুধ্যান বা গবেষণা পদ্ধতি নির্ভর করে।মনোবিজ্ঞান মানুষের আচরণ নিয়ে কাজ করে এবং এ আচরণের ধরনে রয়েছে ব্যাপকতা। তাই মনোবিজ্ঞানে ব্যবহৃত
পদ্ধতিসমূহেও রয়েছে ভিন্নতা ও ব্যাপকতা। এক্ষেত্রে কেবল একটি মাত্র পদ্ধতি ব্যবহার করে অনুধ্যান পরিচালনা সম্ভব নয়।এছাড়াও নতুন নতুন গবেষণা পদ্ধতির অনুসন্ধান ও তার প্রয়োগে মনোবিজ্ঞানীগণ সর্বদা সচেষ্ট।
বিকল্প শর্ত : এটি হচ্ছে এমন সব অবস্থা, যা সম্মিলিতভাবে ঘটনা ঘটাতে সহায়তা করে। যেমন- উপরের উদাহরণে কৈশোরে পরিবারে পিতার দৈহিক অনুপস্থিতি অথবা শিশুর প্রতি পিতার অস্বাভাবিক আচরণ উভয়েই সন্তানের মাদকাসক্তির ক্ষেত্রে সহায়তা করে থাকে। এসব শর্তই বিকল্প শর্ত হিসেবে বিবেচিত।
ঘটনা সময়ক্রম : কার্য-কারণ সম্পর্ক নির্ণয়ে ও বিশ্লেষণে সময়ক্রম একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এ ব্যবস্থায় গবেষক নিশ্চিত হতে চান যে, কার্যটি কারণের পরে সংঘটিত হয়েছে কি না। কেননা কারণ দ্বারা সৃষ্ট কোন কার্য কখনোই কারণের আগে ঘটতে পারে না। যেমন- হতাশা আত্মহত্যার অন্যতম কারণ। এখানে আত্মহত্যা অবশ্যই হতাশাগ্রস্ত হবার পরে ঘটবে। তবে সামাজিক বিজ্ঞানে কার্য ও কারণ পরস্পরকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে। যেমন- শিক্ষার হার বৃদ্ধি পেলে আয়ের পরিমাণ বৃদ্ধি পায় আবার আয় বৃদ্ধি পেলে শিক্ষার হার বৃদ্ধি পায়। এমন অবস্থায় কার্য-কারণ সম্পর্ক নির্ণয় কঠিন কাজ। এসব ক্ষেত্রে ঘটনার সময়ক্রম নির্ধারণের বিষয়টি উল্লেখ করা যায়। ঘটনার সময়ক্রমের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে, কার্য-কারণ, সম্পর্কযুক্ত দু’টি উপাদানের একটি নির্ধারণী শক্তি ও অপরটি নির্ধারিত প্রতিক্রিয়া। এক্ষেত্রে নির্ধারণী শক্তিকে উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করে নির্ধারিত প্রতিক্রিয়ার পরিবর্তন লক্ষ্য করা হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরীক্ষণ মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয়। পরীক্ষণকে অনেক সময় ‘Controlled laboratory study’ হিসেবেও উল্লেখ করা হয়। ‘নিয়ন্ত্রণ’ হচ্ছে পরীক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য এবং এ নিয়ন্ত্রণ হতে হবে অবশ্যই পরিকল্পিতভাবে। তাই পরীক্ষণে কার্য-কারণ সম্বন্ধের স্বরূপ ও সম্পর্ক নির্ণায়ক শর্তাবলির গুরুত্ব মনোবিজ্ঞানে অস্বীকার করা যায় না।