অথবা, বিকল্প শর্ত হিসেবে ঘটনা সময়ক্রম সম্পর্কে লিখ।
অথবা, বিকল্প শর্ত হিসেবে ঘটনা সময়ক্রম কী?
অথবা, বিকল্প শর্ত হিসেবে ঘটনা সময়ক্রম কাকে বলে?
উত্তর।। ভূমিকা : প্রত্যেক বিজ্ঞানেই নিজস্ব বিষয়বস্তুর আঙ্গিকে তার অনুধ্যান বা গবেষণা পদ্ধতি নির্ভর করে।মনোবিজ্ঞান মানুষের আচরণ নিয়ে কাজ করে এবং এ আচরণের ধরনে রয়েছে ব্যাপকতা। তাই মনোবিজ্ঞানে ব্যবহৃত
পদ্ধতিসমূহেও রয়েছে ভিন্নতা ও ব্যাপকতা। এক্ষেত্রে কেবল একটি মাত্র পদ্ধতি ব্যবহার করে অনুধ্যান পরিচালনা সম্ভব নয়।এছাড়াও নতুন নতুন গবেষণা পদ্ধতির অনুসন্ধান ও তার প্রয়োগে মনোবিজ্ঞানীগণ সর্বদা সচেষ্ট।
বিকল্প শর্ত : এটি হচ্ছে এমন সব অবস্থা, যা সম্মিলিতভাবে ঘটনা ঘটাতে সহায়তা করে। যেমন- উপরের উদাহরণে কৈশোরে পরিবারে পিতার দৈহিক অনুপস্থিতি অথবা শিশুর প্রতি পিতার অস্বাভাবিক আচরণ উভয়েই সন্তানের মাদকাসক্তির ক্ষেত্রে সহায়তা করে থাকে। এসব শর্তই বিকল্প শর্ত হিসেবে বিবেচিত।
ঘটনা সময়ক্রম : কার্য-কারণ সম্পর্ক নির্ণয়ে ও বিশ্লেষণে সময়ক্রম একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এ ব্যবস্থায় গবেষক নিশ্চিত হতে চান যে, কার্যটি কারণের পরে সংঘটিত হয়েছে কি না। কেননা কারণ দ্বারা সৃষ্ট কোন কার্য কখনোই কারণের আগে ঘটতে পারে না। যেমন- হতাশা আত্মহত্যার অন্যতম কারণ। এখানে আত্মহত্যা অবশ্যই হতাশাগ্রস্ত হবার পরে ঘটবে। তবে সামাজিক বিজ্ঞানে কার্য ও কারণ পরস্পরকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে। যেমন- শিক্ষার হার বৃদ্ধি পেলে আয়ের পরিমাণ বৃদ্ধি পায় আবার আয় বৃদ্ধি পেলে শিক্ষার হার বৃদ্ধি পায়। এমন অবস্থায় কার্য-কারণ সম্পর্ক নির্ণয় কঠিন কাজ। এসব ক্ষেত্রে ঘটনার সময়ক্রম নির্ধারণের বিষয়টি উল্লেখ করা যায়। ঘটনার সময়ক্রমের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে, কার্য-কারণ, সম্পর্কযুক্ত দু’টি উপাদানের একটি নির্ধারণী শক্তি ও অপরটি নির্ধারিত প্রতিক্রিয়া। এক্ষেত্রে নির্ধারণী শক্তিকে উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করে নির্ধারিত প্রতিক্রিয়ার পরিবর্তন লক্ষ্য করা হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরীক্ষণ মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয়। পরীক্ষণকে অনেক সময় ‘Controlled laboratory study’ হিসেবেও উল্লেখ করা হয়। ‘নিয়ন্ত্রণ’ হচ্ছে পরীক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য এবং এ নিয়ন্ত্রণ হতে হবে অবশ্যই পরিকল্পিতভাবে। তাই পরীক্ষণে কার্য-কারণ সম্বন্ধের স্বরূপ ও সম্পর্ক নির্ণায়ক শর্তাবলির গুরুত্ব মনোবিজ্ঞানে অস্বীকার করা যায় না।