বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, বাজার ভারসাম্যের উপর ভর্তুকির অর্থনৈতিক প্রভাব দেখাও।

উত্তর: কর্তৃত্নকি এক প্রকারের সরকারি সাহায্য। বিশেষ কোন দ্রব্যের উৎপাদনকে উৎসাহিত করতে উৎপাদন ক্ষেত্রে সরকার ভর্তুকি প্রদান করে থাকে।কিছু দ্রব্যের উৎপাদন ব্যয় অপেক্ষা কম দামে বিক্রয় প্রয়োজন পড়ে। উৎপাদন যাতে বিঘ্নিত না হয় সেজন্য সরকার উৎপাদিত দ্রব্যের একর প্রতি ভর্তুকি প্রদান করে থাকে। ভর্তুকি প্রদান করলে উৎপাদন খরচ কমে, উৎপাদন বাড়ে এবং বাজারে দ্রব্যের যোগান বাড়ে।ফলে ভারসাম্য বাজার দাম হ্রাস পায়। ভর্তুকি প্রদান করলে যোগান রেখা ডানদিকে স্থানান্তরিত হয়। চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলঃ

চিত্রে ভূমি অক্ষে পরিমাণ (১) এবং লম্ব অক্ষে দাম (p) নির্দেশ করা হয়েছে। DD হল চাহিদা রেখা। SS হল যোগান রেখা। DD ও SS রেখার প্রাথমিক ভারসাম্য বিন্দু হল E E বিন্দু অনুসারে ভারসাম্য দাম OP ও ভারসাম্য পরিমাণ ON। এখন ভর্তুকি প্রদানের ফলে যোগান রেখা SS থেকে S,S,এ স্থান পরিবর্তন করে। বাজার ভারসাম্য নতুন করে ৪, বিন্দুতে প্রতিষ্ঠিত হয়। দাম P থেকে P, এ হ্রাস পায় এবং পরিমাণ N থেকে N,এ বৃদ্ধি পায়। সুতরাং বলা যায় দ্রব্যের উৎপাদনকে উৎসাহিত করতে সরকার উৎপাদিত দ্রব্যের একক প্রতি ভর্তুকি প্রদান করে। ভর্তুকি প্রদানের ফলে দ্রব্য মূল্য কমে এবং উৎপাদন বাড়ে।