১. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন – চর্যাপদ
২. বাংলা ভাষার আদি কবি – লুইপা
৩. পদাবলির প্রথম কবি- চণ্ডীদাস
৪. বাংলা ভাষার প্রথম মহাকবি- বড়ু চণ্ডিদাস।
৫. প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন(অবাঙ্গালী) – ম্যানুয়েল দ্যা আসসুম্প সাও।
৬. প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন(বাঙ্গালী) – রাজা রামমোহন রায়।
৭. গদ্যে যতিচিহ্নের প্রথম সার্থক ব্যবহারকারী – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৮. বাংলা ভাষার প্রথম কাহিনীধর্মী গ্রন্থ- বেতালপঞ্চবিংশতি।
৯. প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ রচয়িতা- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১০. প্রথম বাংলা অক্ষর খোদাইকারী (অবাঙ্গালী) – চার্লস উইলকিন্স।
১১. প্রথম বাংলা অক্ষর খোদাইকারী (বাঙ্গালী)- পঞ্চানন কর্মকার।
১২. প্রথম বাংলা সংবাদপত্র – সমাচার দর্পন।
১৩. প্রথম বিজ্ঞানমনষ্ক লেখক- অক্ষয়কুমার দত্ত।
১৪. প্রথম সার্থক মহাকাব্য- মেঘনাদবদ কাব্য।
১৫. প্রথম মৌলিক নাটক- ভদ্রার্জুন।
১৬. প্রথম রোমান্টিক কবি – বিহারীলাল চক্রবর্তী।
১৭. কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক- ভাই গিরিশচন্দ্র সেন।
১৮. বাংলা ভাষার প্রথম ইসলামি গান ও গজল রচনাকারী – কাজী নজরুল ইসলাম।
১৯. এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী- রবীন্দ্রনাথ ঠাকুর (সাহিত্য)
২০. মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন – শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
২১. বাংলা ভাষার প্রথম মুসলমান কবি- শাহ মুহাম্মাদ সগীর।।
২২. প্রথম মুসলমান পুথি সংগ্রহকারী কবি- আব্দুল করিম সাহিত্য বিশারদ।
২৩. বাংলা কবিতায় প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগকারী – মাইকেল মধুসূদন দত্ত।
২৪. বাংলা সাহিত্যে প্রথম চলিতরীতির সার্থক ব্যবহারকারী – প্রমথ চৌধুরী।
২৫. প্রথম বাংলা উপন্যাস রচয়িতা- প্যারীচাদ মিত্র।
২৬. প্রথম বাংলা উপন্যাস – আলালের ঘরের দুলাল।
২৭. প্রথম সার্থক উপন্যাস রচয়িতা- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২৮. প্রথম সার্থক বাংলা উপন্যাস- দুর্গেশনন্দিনী।
২৯. প্রথম গণমুখী বাংলা নাটক- নীলদর্পণ।
৩০. প্রথম মুসলমান নাট্যকার – মীর মশাররফ হোসেন।
৩১. প্রথম মৌলিক ট্র্যাজেডি নাটক- কীর্তিবিলাস।
৩২. প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক- কৃষ্ণকুমারী।
৩৩. বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার – মাইকেল মধুসূদন দত্ত।
৩৪. প্রথম আধুনিক বাংলা নাটক- শর্মিষ্ঠা।
৩৫. বাংলা ভাষার প্রথম মহিলা কবি – চন্দ্রাবতী।
৩৬. বাংলা ভাষার প্রথম মহিলা ঔপন্যাসিক – স্বর্ণকুমারী দেবী।
৩৭. ছাপার অক্ষরে প্রথ