উত্তর ভূমিকা, : পঞ্চদশ শতকের শুরুর দিকে বাংলার ভাগ্যাকাশে উজ্জ্বল ধূমকেতুর মতো রাজা গণেশের আবির্ভাব সুলতানি শাসনামলের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। সুলতান শামসুদ্দিনের মৃত্যুর পর তিনি সমগ্র বাংলা অধিকার করে কয়েক বছরের জন্য হিন্দু শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তিনি দনুজমর্দনদেব উপাধি ধারণ করে সমগ্র বাংলায় হিন্দু শাসন কায়েম করেন। তবে তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলায় পুনরায় মুসলিম শাসন প্রতিষ্ঠত হয়।
→ বাংলার সমকালীন রাজনীতিতে রাজা গণেশের ভূমিকা সুলতান শামসুদ্দিন ইলিয়াছ শাহের রাজত্বকাল থেকে বাংলার
সুলতানদের রাজদরবারে হিন্দু অমাত্যে ও জমিদাররা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয়। এঁদের মধ্যে রাজা গণেশের নাম উল্লেখযোগ্য। মুসলমানদের উদার ও ধর্মনিরপেক্ষ শাসনের সুযোগে তিনি ধীরে ধীরে রাজকীয় উচ্চ পদে আসীন হন। এক পর্যায়ে তিনি রাজক্ষমতা দখলের জন্য কৌশল অবলম্বন করেন। সমকালীন বাংলার রাজনীতিতে তার ভূমিকা অনেক। নিম্নে তা আলোচনা করা হলো :
১. দক্ষ কূটনীতিবিদ : রাজা গণেশ ছিলেন একজন দক্ষ কূটনীতিবিদ । তাই সুলতান ইব্রাহীম শর্কি যখন বাংলা আক্রমণ করেন তখন তিনি প্রতিরোধ অসম্ভব জেনে সুলতানের কাছে আনুগত্য স্বীকার করেন এবং পুত্রকে ইসলাম ধর্মে দীক্ষিত করে বাংলার সিংহাসনে স্বীয় আধিপত্য অক্ষুণ্ন রাখেন। তিনি ইব্রাহিম শর্কি প্রত্যাবর্তনের সাথে সাথে তিনি নিজ ক্ষমতা নিরাপদ ভাবার পর পুত্রকে সিংহাসনে আরোহণ করেই তিনি পুনরায় হিন্দু শাসন কায়েম করেন।
২. মুসলমানদের সমর্থন লাভ : রাজা গণেশ সুলতানি যুগে বাংলার শাসন ক্ষমতা দখল করেছিলেন। এ সময় উপমহাদেশে মুসলিম শাসন চলে । তাই রাজা গণেশ ক্ষমতায় আরোহণ করেই মুসলমানদের ভালোবাসা ও সমর্থন লাভ করার চেষ্টা করেন। ঐতিহাসিক ফিরিশতার বিবরণ থেকে রাজা গণেশের
মুসলমানদের প্রতি অনুকূল মনোভাবের পরিচয় পাওয়া যায় ।
৩. হিন্দুধর্মের পৃষ্ঠপোষকতা : রাজা গণেশ ছিলেন একজন নিষ্ঠাবান হিন্দু। স্বীয় মুদ্রায় চণ্ডী চরণপরাণস্য শব্দ খোদাই এবং
ব্রাহ্মণ পদ্মনাভের চরন পূজা তার ধর্মীয় নিষ্ঠার পরিচায়ক। সিংহাসনে আরোহণ করেই তিনি সারা বালায় হিন্দু শাসন প্রবর্তন
করেন। এ উদ্দেশ্যে তিনি প্রশাসনের সকল গুরুত্বপূর্ণ পদ থেকে মুসলমানদের অপসারণ করে সে স্থলে হিন্দুদের নিয়োগ করেন। তার শাসন কাঠামোতেও হিন্দুকরণের পরিচয় পাওয়া যায়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, রাজা গণেশ সমকালীন বাংলার রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেন। বাংলায় দীর্ঘ
মুসলিম আধিপত্যের যুগে তার হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা ব্যাপক কৃতিত্বের পরিচায়ক। তিনি একজন প্রতিভাসম্পন্ন কূটনীতিক এবং দুর্জয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বলেই তার পক্ষে মুসলিম শাসনামলে হিন্দু শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। যদিও মুসলমানদের বলিষ্ঠ
প্রতিরোধের মুখে রাজা গণেশের ষড়যন্ত্র স্থায়ী আসন লাভ করেনি।


