১. বাংলা সাহিত্যের একজন চিন্তাশীল, মার্জিত রুচি, বুদ্ধিদীপ্ত ও ধীসম্পন্ন লেখক হলেন-
উত্তর : কাজী আবদুল ওদুদ।
২. কাজী আবদুল ওদুদের জন্ম সাল কত?
উত্তর : ২৬ এপ্রিল ১৮৯৪ সাল।
৩. কাজী আবদুল ওদুদ মৃত্যুবরণ করেন-
উত্তর : ১৯ মে ১৯৭০ সালে কলকাতায়।
৪. আবদুল ওদুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর : ‘তরুণপত্র’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন।
৫. কাজী ওদুদ কত সালে ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর সাথে নিযুক্ত হন?
উত্তর : কাজী ওদুদ ১৯২৬ সালে ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর সাথে নিযুক্ত হন।
৬. ‘মুসলিম সাহিত্য সমাজ’ কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ‘মুসলিম সাহিত্য সমাজ’ ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়।
৭. কাজী আবদুল ওদুদ ছিলেন ‘শিখা’ পত্রিকার একজন-
উত্তর : অন্যতম নেতা।
৮. ‘শিখা’ পত্রিকা কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর : ‘শিখা’ পত্রিকা ১৯২৬ সালে প্রতিষ্ঠা লাভ করে।
৯. শিখা’ পত্রিকার মূলমন্ত্র কী ছিল?
উত্তর : ‘শিখা’ পত্রিকার মূলমন্ত্র “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”
আবদুল ওদুদ ছিলেন ‘শিখা’ পত্রিকার একজন –
অন্যতম নেতা
১০. কাজী আবদুল ওদুদের প্রকাশিত তিনটি গ্রন্থের নাম কী?
উত্তর : ‘নদীবক্ষে’, ‘শাশ্বতবঙ্গ’ ও ‘আজাদ’।
১১. শাশ্বতবঙ্গ’ কোন ধরনের রচনা?
উত্তর : প্রবন্ধ রচনা ।
১২. ‘কিশোর কুমার’ পুরস্কারে ভূষিত হন কে?
উত্তর : কাজী আবদুল ওদুদ।
১৩. কাজী আবদুল ওদুদ কোথায় নিজাম বক্তৃতা দেন?
উত্তর : ১৯৫৬ সালে হিন্দু-মুসলিমের বিরোধ নিয়ে বিশ্বভারতীতে।
১৪. কাজী আবদুল ওদুদের শাশ্বতবঙ্গ প্রবন্ধ গ্রন্থের কয়েকটি প্রবন্ধের নাম বল।
উত্তর : কালীদাস ও রবীন্দ্রনাথ, কোরআনের আল্লাহ, সংস্কৃতির কথা, বাংলার জাগরণ, গ্যেটে, সম্মোহিত মুসলমান, রামমোহন রায়,
রস ও ব্যক্তিত্ব প্রভৃতি।
১৫. মহাত্মাগান্ধী দ্বারা প্রভাবিত হয়ে কোন রচনাটি প্রকাশ করেন?
উত্তর : ‘আজাদ’ উপন্যাসটি।
১৬. বাংলার জাগরণ সম্পর্কে অনেক শিক্ষিত ব্যক্তির ধারণা কী?
উত্তর : বাংলার জাগরণ পাশ্চাত্যের প্রভাবের ফল।
১৭. কার থেকে আমাদের দেশে নবভাবধারা এবং চিন্তা আরম্ভ হয়?
উত্তর : রামমোহনের থেকে।
১৮. বাংলার জাগরণের প্রভাত নক্ষত্র বা প্রভাত সূর্য কে?
উত্তর : রামমোহন রায়।
১৯. পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান এবং জীবনাদর্শের দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়েছিলেন কে?
উত্তর : রামমোহন রায়
২০. রামমোহন গৌত্তলিকতার প্রশ্নে কাদের সাথে বাদানুবাদ করেছিলেন?
উত্তর : নিজের পিতা ও অন্যান্য আত্মীয়-স্বজন।
২১. রামমোহন গৃহত্যাগ করে কোথায় গিয়েছিলেন?
উত্তর : তিব্বতে।
২২. তিব্বত এবং উত্তর ভারত ভ্রমণের সময় রামমোহন কাদের সাথে পরিচিত হয়েছিলেন?
উত্তর : নানক কবীর ভক্তদের ভাবধারার সাথে।
২৩. রামমোহনের চিন্তার উপরে কিসের প্রভাব ছিল?
উত্তর : মোতাজেলাদের।
২৪. অবাধ বাণিজ্য এবং নারীর অধিকার নিয়ে কে আন্দোলন করেছেন?
উত্তর : রামমোহন।
২৫. সতীদাহ প্রথা উচ্ছেদ করে কে?
উত্তর : রামমোহন।
২৬. সমাজের ক্ষেত্রে লোকহিতকর অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন কে?
উত্তর : রামমোহন।
২৭. “যা অনিষ্টকর তা প্রাচীন হলেও বর্জনীয়।”- কার উক্তি?
উত্তর : রামমোহনের।
২৮. রামমোহন কত সালে বিলাত যাত্রা করেন?
উত্তর : ১৮৩০ সালে।
২৯. রামমোগন জাতীয় জীবনে কর্মের যে সূচনা করেছিলেন তার মধ্যে প্রথম ফলপ্রসূ কোনটি?
উত্তর: হিন্দু কলেজের মাধ্যমে শিক্ষা বিস্তার।
৩০. হিন্দু কলেজের সাথে কার নামটি চিরদিনের জন্য গাঁথা হয়ে আছে?
উত্তর : লুই ভিভিয়ান ডিরোজি।
৩১. অল্প বয়সে যথেষ্ট বিদ্যা অর্জন করে কবি ও চিন্তাশীল ব্যক্তিরূপে আবির্ভূত হয়েছিলেন কে?
উত্তর : ডিরোজি।
৩২. ডিরোজি কত বছর বয়সে হিন্দু কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন?
উত্তর : বিশ বছর বয়সে।
৩৩. কত বছর বয়সে হিন্দু কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন?
উত্তর : তিন বছর।
৩৪. ডিরোজি কত বছর হিন্দু কলেজে চাকরি করেছিলেন?
উত্তর : ডিরোজির কাছ থেকে।
৩৫. ডিরোজির প্রভাবের গৌণ ফল কে?
উত্তর : বাংলার মধুসূদন।
৩৬. কাদের বাদানুবাদ সুবিখ্যাত?
উত্তর : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অক্ষয়কুমার দত্ত।
৩৭.”প্রার্থনা + পরিশ্রম = শস্য”- উক্তিটি কার?
উত্তর : অক্ষয়কুমার এর।
৩৮. “পরিশ্রম = শস্য”- উক্তিটি কার?
উত্তর : অক্ষয়কুমারের।
৩৯. ” প্রার্থনা = ০” উক্তিটি বা সমীকরণটি কার ?
উত্তর : অক্ষয়কুমার
৪০. রামমোহনের ব্রাহ্মধর্মের ব্যাখ্যার পরে কার ব্যাখ্যা হিন্দু সমাজ গ্রহণ করেছিলো?
উত্তর : দেবেন্দ্রনাথ।
৪১. মহর্ষি দেবেন্দ্রনাথের প্রৌঢ় বয়সে ব্রাহ্মধর্মের নেতা কে হন?
উত্তর : ব্রহ্মানন্দ কেশবচন্দ্র।
৪২. আজন্ম ‘অগ্নিমন্ত্রের’ উপাসক কে ছিলেন?
উত্তর : কেশবচন্দ্ৰ।
৪৩. “সব ধর্মই সত্য একথা মানা যায় না, তবে সব ধর্মের ভিতরেই সত্য আছে।”- উক্তিটি কার?
উত্তর : রামমোহনের।
৪৪. “যত মত তত পথ”- এর প্রবর্তক কে?
উত্তর : রামকৃষ্ণ পরম হংস।
৪৫. কাকে কেউ বলেছে অবতার, কেউ বলেছে উন্মাদ?
উত্তর : রামকৃষ্ণ পরমহংস।
৪৬. বাংলার নবসাহিত্যের নেতা কে?
উত্তর : মধুসূদন দত্ত।
৪৭. ‘আনন্দমঠ’ এর লেখক কে?
উত্তর : বঙ্কিমচন্দ্র।
৪৮. ‘গোরা’ এর লেখক কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
৪৯. রাজা রামমোহন রায় কে ছিলেন?
উত্তর : ব্রাহ্মধর্মের প্রতিষ্ঠাতা। সমাজ সংস্কারক, সমাজসেবী ও প্রগতিশীল আধুনিক বাংলা গড়ার পথ প্রদর্শক। একেশ্বরবাদী চিন্তার প্রবর্তক এ মনীষী পৌত্তলিকতা ও বহুঈশ্বর ধারণার বিপরীতে ‘একম ব্রহ্মম দ্বিতীয় নাস্তি’ শ্লোগানের জনক।
৫০. পৌত্তলিকতা কী?
উত্তর : মাটির প্রতিমাকে পূজা করা।